ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উপুল থারাঙ্গার স্বস্তি

সরাসরি বিশ্বকাপে শ্রীলঙ্কা, বাছাই খেলতে হবে উইন্ডিজকে

প্রকাশিত: ০৬:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৭

সরাসরি বিশ্বকাপে শ্রীলঙ্কা, বাছাই খেলতে হবে উইন্ডিজকে

স্পোর্টস রিপোর্টার ॥ সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডকে সিরিজে ৫-০ ব্যবধানে হারাতে হতো উইন্ডিজকে। কিন্তু প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে জেসন হোল্ডারের দল। এতেই র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে। স্বস্তি প্রকাশ করেছেন লঙ্কানদের নতুন ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘বলার অপেক্ষা রাখে না, আমরা খুব কঠিন সময় পার করছি। তবে আমি অনেক বড় ধন্যবাদ জানাই সমর্থকদের, যারা আমাদের ওপর ভরসা রেখেছে। আইসিসি টুর্নামেন্ট সবসময়ই লঙ্কান ক্রিকেট জাদুকরী কিছু বের করে এনেছে। সেটি আবারও প্রমাণ করতে মুখিয়ে আছি আমরা।’ আয়োজক ইংল্যান্ড ও আগামী ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। আটে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৮৬, নয়ে ওয়েস্ট ইন্ডিজের ৭৮। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি চার ম্যাচ জিতলেও শ্রীলঙ্কাকে টপকে আটে উঠতে পারবে না ক্যারিবীয়রা। ইংল্যান্ডের সঙ্গে তাই সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলবে দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড খেলবে আগামী বছর বাছাইপর্বে। ১০ দলের বাছাইপর্বে চার দল আসবে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ চ্যাম্পিয়নপিপ থেকে। দুটি দল আসবে ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ‘ডিভিশন-টু’ থেকে। আগামী বছর বাছাইপর্ব হবে জিম্বাবুইয়েতে। বাছাইপর্বের শীর্ষ দুই দল খেলবে ২০১৯ বিশ্বকাপে। ওই বছর ৩০ মে থেকে ১৫ জুলাই ১০ দলকে নিয়ে বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। ১৯৭৫ আর ১৯৭৯ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরে শিরোপা জিতে সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের অবিসংবাদিত সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালে টানা তৃতীয় শিরোপা জেতার খুব কাছে দাঁড়িয়ে তাদের হেরে যেতে হয় কপিল দেবের ভারতের কাছে। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তানে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে নেয়া ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের শেষ চারে পৌঁছাতে পারেনি ১৯৯৬ সালে আরও একটি উপমহাদেশ-আয়োজন পর্যন্ত। এরপর ইংল্যান্ডে ১৯৯৯, দক্ষিণ আফ্রিকায় ২০০৩ তো বটেই, ২০০৭ সালে নিজেদের মাঠেও বিশ্বকাপের শেষ চারে পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০১১ ও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। এবার তো বাছাই খেলতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে অভিনন্দন দাবাড়ু সিয়ামকে সাহায্য করায় স্পোর্টস রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ জাতীয় দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অর্থ সাহায্য দেয়ায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছে। তারা মনে করে সিয়ামের জন্য প্রধানমন্ত্রীর এই সহায়তা সন্দেহাতীতভাবে দেশের সব দাবাড়ু তথা সব খেলোয়াড়কে খেলাধুলায় আরও বেশি মনোনিবেশ করতে উৎসাহিত করবে। পদ্মভূষণে ধোনির নাম স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণের জন্য মহেন্দ্র সিং ধোনির নাম সুপারিশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘ভারতীয় ক্রিকেটে মাহেন্দ্র সিং ধোনির অনেক অবদান। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। একদিনের ক্রিকেটে প্রায় ১০ হাজার রান। ৯০টি টেস্ট খেলেছেন। তাই ধোনি ছাড়া অন্য কোন নাম পদ্মভূষণের জন্য ভাবাই হয়নি’ জানায় বিসিসিআই। এর আগে অর্জুন, পদ্মশ্রী এবং রাজীব খেলরতœ পুরস্কার পেয়েছেন ধোনি।
×