ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র বন্ধ হওয়ার পথে!

প্রকাশিত: ০৬:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র বন্ধ হওয়ার পথে!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের এখন চলছে সাময়িক বিরতি। ফলে ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছুটি দিয়েছে। তারা ছেড়ে গেছেন ক্যাম্প। ব্যতিক্রম নয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রও। তবে দুইবারের লীগ চ্যাম্পিয়ন ‘অল রেড’ খ্যাত মুক্তিযোদ্ধা ক্লাবের ক্যাম্প আদৌ শুরু হবে কি না তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। এর মূল কারণÑ কেন্দ্রীয় কমিটিকে ঘিরে চলমান আইনী জটিলতা। যার ফলে এখনও অভিভাবকহীন অবস্থায় আছে নব্বই দশকে ‘ড্রিমটিমে’র খেতাব পাওয়া ঐতিহ্যবাহী এই ফুটবল ক্লাবটি। আপাতত সমাধানের পথ দেখছেন না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। সমস্যা জর্জরিত, কিন্তু সমাধান জানা নেই। যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ক’দিন আগেও ভয় ধরিয়ে দিতো অন্য জায়ান্টদের, এখন সে দলের ফুটবলারদের প্রতিটি রাত কাটে অজানা শঙ্কায়। তবে সমস্যাটা ক্রীড়াচক্রকে নিয়ে নয়। এর নিয়ন্তা সংস্থা মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কমিটি নিয়ে। নির্বাচনের আগে ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্বে থাকা না থাকা নিয়ে পাল্টাপাল্টি মামলা চলছে সাবেক কমিটি আর মন্ত্রণালয়ের মধ্যে। তার বলির পাঁঠা হচ্ছে ফুটবল দল। পাঁচ মাস হলো হচ্ছে না অর্থ ছাড়। এখন পর্যন্ত ক্লাবের দেনা প্রায় ৮০ লাখ টাকা। ৫৭ লাখ টাকা ফুটবলারদের বেতন। বিদেশীরা পাবেন ১৭ লাখ আর দেশীরা ৪০ লাখ টাকা। বিদেশীদের অবস্থা আরও করুণ। ছুটি পেয়েও অর্থাভাবে ফিরতে পারছেন না নিজ দেশে। অর্থ না পেলে যেতে পারেন বাফুফে এবং এএফসির দ্বারে। এই অবস্থায় ভবিষ্যত ঘোর অন্ধকার দেখছেন ক্লাবটির ম্যানেজার ও কোচিং স্টাফরা। নিশ্চিত নন আবার কবে শুরু হবে ক্যাম্প। আশার আলো দেখাতে পারছেন না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। অভিভাবকহীন মুক্তিযোদ্ধার ফুটবলাররা এখন কামনা করছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। মনি-সোহাগ যুগ্মভাবে শীর্ষে ইউসিসিসি স্ট্যান্ডার্ড দাবা স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরার মালেকাবানু বিদ্যানিকেতনে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘ইউসিসিসি স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা’র তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে মনিরুজ্জামান মনি এবং সোহাগ হোসেন যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন। আড়াই পয়েন্ট নিয়ে হানিফ মোল্লা এবং মোঃ হাসান সম্মিলিতভাবে দ্বিতীয় স্থানে। অপর ১২ দাবাড়ু ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তৃতীয় রাউন্ডের খেলায় সোহাগ হোসেন শামসুল আলমকে হারান এবং মনিরুজ্জামান মনি শফিক আহমেদের বিরুদ্ধে ওয়াকওভার পান। এছাড়া হানিফ মোল্লা নাছিম আল ইসলামকে এবং হাসান মোল্লা মহিউদ্দিনকে হারান।
×