ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার মালদ্বীপকে হারিয়ে চমক যুবাদের

প্রকাশিত: ০৬:০৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

এবার মালদ্বীপকে হারিয়ে চমক যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল হচ্ছে ধারবাহিকতার খেলা। এক ম্যাচে জিতে পরের ম্যাচে হারলে বা পয়েন্ট নষ্ট করলে ফর্ম ও সুনাম ধরে রাখা যায় না। নষ্ট হয়ে যায় দলীয় ছন্দ। খর্ব হয় শক্তি। হারিয়ে যায় আত্মবিশ্বাস। তাই আগের ম্যাচের কথা ভুলে গিয়ে দলের উচিত নতুনভাবে আবার সবকিছু শুরু করা। সেই সঙ্গে দলীয় মনোভাব বা টিম স্পিরিট বজায় রেখে খেলার চেষ্টা করা। সেটাই করেছে বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল দল। ভুটানে চলমান ‘সাফ অনুর্ধ-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে’ বুধবার বাংলাদেশের যুবারা তাদের দলীয় দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে হেসে-খেলে দাপটে হারায় ২-০ গোলে। থিম্পুর চালিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে ছিল ২-০ গোলে। প্রথম ম্যাচটাই ছিল সবচেয়ে কঠিন যেন অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় অবিশ্বাস্যভাবে উত্তীর্ণ হয় বাংলাদেশ। ০-৩ গোলে পিছিয়ে পড়েও ভারতকে তারা হারায় ৪-৩ গোলে। সবচেয়ে কঠিন পরীক্ষাটাই যখন উতরানো গেছে তখন পরেরগুলো তো সহজ হবারই কথা। সেটাই হয়েছে বুধবার। আগেরদিন বাংলাদেশ দলের হেড কোচ মাহবুবুর রহমান রক্সি বলেছিলেন, ‘মালদ্বীপকে ছোট করে দেখছি না। আমরা তাদের ম্যাচ দেখেছি। তারাও নিঃসন্দেহে ভাল দল।’ রক্সির কথা রেখেছে মালদ্বীপ দল। হারলেও তারা বেশ ভালই খেলেছে। তবে বাংলাদেশের যুবাদের আক্রমণের সামনে টিকতে পারেনি তারা। বাংলাদেশ দল পরিকল্পিত ও গোছালো ফুটবল খেলে ছত্রখান করে দেয় মালদ্বীপের রক্ষণভাগ। তবে গোল আদায়ের বিষয়টি দুইবারের বেশি করতে পারেনি। নইলে বাকি আক্রমণগুলোও সফলতার মুখ দেখলে ব্যবধান আরও বড় হতে পারতো। ৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে সতীর্থর বাড়িয়ে দেয়া বল এক ডিফেন্ডারকে কাটিয়ে বুঝে নেন সৈকত মাহমুদ মুন্না। সামনে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। মাঝে বেশ কয়েকটি ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে তা থেকে গোল আসেনি। ম্যাচের বয়স যখন ৪৪ মিনিট ঠিক তখনই ব্যবধানটা দ্বিগুণ করেন আগের ম্যাচের জয়ের নায়ক জাফর ইকবাল। বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে দূরপাল্লার শটে মালদ্বীপের জাল কাঁপান তিনি (২-০)। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে অবশ্য কঠিন প্রতিরোধ গড়ে মালদ্বীপ। তারাও একাধিক আক্রমণ শাণায় বাংলাদেশ শিবিরে। কিন্তু গত আসরের সেমিফাইনালিস্টদের শক্ত রক্ষণভাগ ভাঙ্গা সম্ভব হয়নি। বাংলাদেশও পাল্টা আঘাত হানে। কিন্তু শেষ পর্যন্ত এই অর্ধে আর কোন গোলের মুখ দেখেনি তারা। তাতে অবশ্য পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে কোন সমস্যা হয়নি তাদের। তৃপ্তির ঢেঁকুর মাঠ (টার্ফ) ছাড়ে রক্সির শিষ্যরা। আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল তাদের তৃতীয় ম্যাচে অবতীর্ণ হবে। প্রতিপক্ষ নেপাল। এই আসরে শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের নাম প্রত্যাহার করে নেয়ায় আয়োজকরা শেষ মুহূর্তে গ্রুপ পদ্ধতি বাতিল করে লীগ পদ্ধতিতে খেলা আয়োজনের পরিকল্পনা করেন। বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল দল ॥ মাহফুজ হাসান প্রিতম, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা (অধিনায়ক), রিয়াদুল হাসান, সোহানুর রহমান, মাহবুবুর রহমান (সাব্বির আহমেদ), জাফর ইকবাল (ওসাই মং মারমা), রহিম উদ্দিন, বিপলু আহমেদ, সৈকত মাহমুদ ও বিশ্বনাথ ঘোষ।
×