ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় পেয়েছেন পিসকোভাও

প্যান প্যাসিফিক ওপেনে মুগুরুজার জয়

প্রকাশিত: ০৬:০৪, ২১ সেপ্টেম্বর ২০১৭

প্যান প্যাসিফিক ওপেনে মুগুরুজার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয়পর্বে জয়ের স্বাদ পেয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা। বুধবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই মুগুরুজা ৬-৪ এবং ৬-০ গেমে পরাজিত করেছেন পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে। চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বাছাই ক্যারোলিনা পিসকোভা এদিন ৬-২ এবং ৬-১ গেমে হারান পোল্যান্ডের মাগদা লিনেত্তিকে। দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে বুধবার রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ৬-৪, ৪-৬ এবং ৬-২ গেমে পরাজিত করেন চীনের ওয়াং ইয়াংকে। চলতি মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েছেন গারবিন মুগুরুজা। তারই পুরস্কার হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন তিনি। সদ্য সমাপ্ত ইউএস ওপেনের পরই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছ থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন স্পেনের এই টেনিস তারকা। যদিওবা ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হেরে মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেন থেকে বিদায় নেন গারবিন মুগুরুজা। তবে শীর্ষস্থান দখল করতে তাতে মোটেও সমস্যা হয়নি তার। রাফায়েল নাদালের সঙ্গে এবারই প্রথম বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন আন্দ্রে আগাসি এবং সেরেনা উইলিয়ামস। ২০০৩ সালে পুরুষ এবং মহিলা এককে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার আসনটি দখল করে নিয়েছিলেন আগাসি-সেরেনা। শীর্ষে উঠে প্যান প্যাসিফিক ওপেনেই প্রথমবারের মতো কোর্টে নামেন গারবিন মুগুরুজা। প্রত্যাশিতভাবেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বুধবার দারুণ জয়েই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন গারবিন মুগুরুজা। হারিয়েছেন পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে। গত বছর প্রথমবারের মতো টেনিস কোর্টে আলো ছড়ান পুইগ। গোটা টেনিস বিশ্বকে বিস্মিত করেই রিও অলিম্পিকে চ্যাম্পিয়ন হন তিনি। সেইসঙ্গে প্রথমবারের মতো তার দেশকে ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকের স্বর্ণপদক উপহার দেন পুইগ। তবে চলতি মৌসুমে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি পুয়ের্তোরিকোর এই টেনিস তারকা। মেজর কোন টুর্নামেন্ট জয় তো দূরের কথা ডব্লিউটিএ টুর্নামেন্টেরই ফাইনালে খেলতে পারেননি তিনি। গারবিন মুগুরুজার মতো জয়ের স্বাদ পেয়েছেন ক্যারোলিনা পিসকোভাও। দ্বিতীয় বাছাই এদিন পরাজিত করেছেন পোল্যান্ডের মাগদা লিনেত্তিকে। তার সামনে এবার মৌসুমের চতুর্থ এবং ক্যারিয়ারের দশম শিরোপা জয়ের হাতছানি। পিসকোভার দৃষ্টিও এখন সেদিকে। শেষ আটের টিকেট নিশ্চিত করার পরই সাক্ষাতকারে তিনি জানিয়েছেন যে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নয় বরং শিরোপা জেতাটাই তার মূল লক্ষ্য এখন। এ বিষয়ে সাবেক নাম্বার ওয়ান এই তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করাটা আমার মূল লক্ষ্য নয়। এই মুহূর্তে আমি চাই যত বেশি সম্ভব শিরোপা জেতা। আর এটা করতে পারলেই দারুণভাবে এই মৌসুমটা শেষ হবে আমার।’ চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা প্যান প্যাসিফিক ওপেনের দ্বিতীয় রাউন্ডে খুব সহজেই পরাজিত করেছেন মাগদা লিনেত্তিকে। তবে মজার ব্যাপার হলো ইউএস ওপেনের প্রথম রাউন্ডেও এই লিনেত্তির মুখোমুখি হয়েছিলেন। সেবারও এই একই ব্যবধানে পরাজিত করেছিলেন লিনেত্তিকে। প্যান প্যাসিফিক ওপেনের শেষ আটের টিকেট কেটেছেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাও। তবে রীতিমতো ঘাম ঝরেছে তার। তিন সেটের লড়াইয়ে এদিন তিনি পরাজিত করেন চীনের ওয়াং ইয়াংকে। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। ড্যানিশ টেনিস তারকা ছাড়াও এখানে খেলছেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টার মতো খেলোয়াড়রা। তাই এখানে চ্যাম্পিয়ন হওয়ার মানেই মৌসুমটাকে ভালভাবে শেষ করা। সবার চোখেই এখন শিরোপা জিতেই জাপানের এই টুর্নামেন্টের মিশন শেষ করা।
×