ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসির এক হালিতে বার্সিলোনার বিশাল জয়

প্রকাশিত: ০৬:০৪, ২১ সেপ্টেম্বর ২০১৭

মেসির এক হালিতে বার্সিলোনার বিশাল জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের হয়ে প্রতিপক্ষের জাল খুঁজে না পেলেও ক্লাবের হয়ে গোল করতে জুড়ি মেলা ভার আর্জেন্টাইন ফুটবলারদের। দেশটির দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও পাওলো দিবালা এর উজ্জ্বল দৃষ্টান্ত। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে আরেকবার এ দৃষ্টান্ত স্থাপন করেছেন পাঁচবারের ফিফা সেরা তারকা মেসি। এইবারের বিরুদ্ধে বার্সিলোনার ৬-১ গোলের বিশাল জয়ে একাই চার গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্যারিয়ারে মেসির এটা ৪৩তম হ্যাটট্রিক। এর মধ্য দিয়ে বার্সার মাঠ ন্যুক্যাম্পে ৩০০ গোলের অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। এর আগে ইতালিয়ান সিরি’এ লীগে সাসসোউলোর বিরুদ্ধে জুভেন্টাসের ৩-১ গোলের জয়ে অনবদ্য হ্যাটট্রিক করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড দিবালা। এটি ছিল জুভদের জার্সিতে দিবালার ১০০তম ম্যাচ। শততম ম্যাচটি হ্যাটট্রিক করে স্মরণীয় করে রাখেন তিনি। নিজ ক্লাবের হয়ে মেসি ও দিবালা গোলের ফুলঝুরি ছুটালেও আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুই ম্যাচে গোল পাননি। যে কারণে আর্জেন্টিনাও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে। মেসি ছাড়াও টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো ও ডেনিস সুয়ারেজ। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টের ব্যবধান ধরে রাখলো কাতালান জায়ান্টরা। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বার্সা। বার্সিলোনার দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোচ আর্নেস্টো ভালভার্ডে পুরো দলকে ঢেলে সাজিয়ে মূল একাদশ সাজান। শনিবার গেটাফের বিরুদ্ধে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচটি থেকে ছয়জনকে পরিবর্তন করে মাঠে নামে বার্সা। এর মধ্যে দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ছিলেন বদলি বেঞ্চে। ম্যাচে ভালভার্ডের আস্থার প্রতিদান প্রথম থেকেই দিয়েছেন প্রথমবারের মতো মূল একাদশে খেলতে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো। ম্যাচের ২০ মিনিটে স্পট কিক থেকে মেসি দলকে এগিয়ে দেন। ডি বক্সের ভিতর পর্তুগীজ ডিফেন্ডার নেলসন সেমেডোকে বাজেভাবে চ্যালেঞ্জ করায় আলেহান্দ্রো গালভেজের বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। বিশ্ব রেকর্ড ফি’তে নেইমার পিএসজিতে চলে যাবার পরে তার শূন্যস্থান পূরণে বার্সিলোনা বেশ কয়েকজন তারকার দিকেই হাত বাড়িয়েছিল। যাদের মধ্যে অন্যতম ছিলেন পাউলিনহো। কিন্তু ৪০ মিলিয়ন ইউরোতে চাইনিজ দল গুয়াংজু এভারগ্রান্ডে থেকে তাকে দলে নিতে ভালভার্ডেকে বার্সা বোর্ডের তোপের মুখে পড়তে হয়েছিল। কিন্তু গেটাফের বিরুদ্ধে বদলি বেঞ্চ থেকে এসে জয়সূচক গোল করার পরে এই ম্যাচে ডেনিস সুয়ারেজের কর্নার থেকে বিরতির সাত মিনিট আগে বার্সার ব্যবধান দ্বিগুণ করে পাউলিনহো প্রমাণ করেছেন কাতালানরা তাকে দলে নিয়ে মোটেই ভুল করেনি। নিজে গোল করার পাশাপাশি বার্সিলোনার পরপর দুই গোলে সহযোগিতাও করেছেন এই ব্রাজিলিয়ান। ৫৩ মিনিটে তার পাস থেকেই মেসি পোস্টে শট নিলে এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ তা আটকে দেন। কিন্তু ফিরতি বলে ডেনিস সুয়ারেজ আর ভুল করেননি। চার মিনিট পরে অবশ্য বার্সিলোনার রক্ষণভাগের দুর্বলতার সুযোগে ডেভিড জুনকার ক্রস থেকে সার্জি এনরিক সফরকারীদের পক্ষে এক গোল শোধ করেন। দুই মিনিট পরে মেসি দ্রুত আরেক গোল করলে বার্সিলোনা ৩-১ গোলের লিড পায়। ৬২ মিনিটে পাউলিনহোর পাস থেকে পাঁচবারের বিশ্ব সেরা মেসি হ্যাটট্রিক পূরণ করেন। এর মধ্য দিয়ে ন্যুক্যাম্পে ৩০০ গোলের মাইলফলক গড়েন এলএম টেন। ৮৭ মিনিটে এ্যালেক্স ভিডালের সঙ্গে বল আদান-প্রদান করে চলতি মৌসুমে আট ম্যাচে ১২তম গোল করার কৃতিত্ব দেখান আর্জেন্টাইন গোল মেশিন। ম্যাচ শেষে বার্সা বস আর্নেস্টো ভালভার্ডে বলেন, মেসির চার গোল এখন আর নতুন কোন খবর নয়। সে প্রায়ই এমন করে থাকে। তবে বারবার এটা করে দেখানোটাই গুরুত্বপূর্ণ। সে একজন অতি অসাধারণ খেলোয়াড়, তাকে নিয়ে কিছু বলার মতো কোন ভাষা আমার কাছে নেই। দিনের অপর ম্যাচে সিমোন জাজার সাত মিনিটের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়া ৫-০ গোলে মালাগাকে বিধ্বস্ত করেছে। এর ফলে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে পাঁচ ম্যাচে সবকটিতেই পরাজিত হয়ে টেবিলের তলানিতে নেমে গেছে মালাগা।
×