ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোকেস মালয়েশিয়া আজ শুরু

প্রকাশিত: ০৫:৫৪, ২১ সেপ্টেম্বর ২০১৭

শোকেস মালয়েশিয়া আজ শুরু

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) আয়োজনে ‘পঞ্চম শোকেস মালয়েশিয়া ২০১৭’ আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনী চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশে মালয়েশিয়ার পণ্যের প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে এবং নির্ভরশীলতা আনতে বিএমসিসিআই এ প্রদর্শনীর আয়োজন করে আসছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমির হোসেন আমু উপস্থিত থাকবেন। এছাড়া মালয়েশিয়ার এ্যাকটিং হাইকমিশনার ইধাম জহুরী মোহাম্মদ ইউনুস প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রদর্শনীতে মালয়েশিয়ার ৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে আছে প্রস্তুতকরণ, রফতানিকারক, ট্রেডার, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী সংস্থা, টেলিকমিউনিকেশন, ব্যাংক, বীমা, তথ্যপ্রযুক্তি পর্যটন, স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠান। -অর্থনৈতিক রিপোর্টার জমে উঠছে দুর্গাপূজার কেনাবেচা কদিন বাকি থাকলেও রাজধানীর শাঁখারীবাজারে জমে উঠতে শুরু করেছে দুর্গাপূজার কেনাবেচা। ক্রেতারা আসছেন ঢাকার বাইরে থেকেও। তবে সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে এই বেচাকেনাতেও। দুর্গাপূজার বাকি মাত্র কদিন। এ উপলক্ষে রাজধানীর শাঁখারীবাজারে এখন সাজসাজ রব। সড়কের দুই পাশের ছোট দোকানগুলোতে বসেছে পণ্যের বাহারি পসরা। বিক্রি হচ্ছে পূজার নানা অনুষঙ্গ। সারা বছরই এসব পণ্যের বিকিকিনি চললেও পূজাতে তা বেড়ে যায় বহুগুণ। শাঁখা-সিঁদুর, দেব-দেবীর পোশাক, অলঙ্কার বা মুকুটের দোকানে তাই ভিড় বেশি। তালিকায় রয়েছে কাঁসা-পিতলের প্রদীপ, ঘট, কলসের চাহিদাও। ক্রেতারা আসছেন রাজধানীর বাইরে থেকেও। তবে মনমতো বিকিকিনিতে সন্তুষ্ট নন ক্রেতা-বিক্রেতা উভয়েই। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বন্যা ও ভারি বৃষ্টির প্রভাব পড়েছে পূজার বাজারেও। তবে ক্রেতারা ঠিকই কিনছেন প্রয়োজন বুঝে। -অর্থনৈতিক রিপোর্টার
×