ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে সঙ্কট তৈরি করবে

প্রকাশিত: ০৫:৫৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গারা দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে সঙ্কট তৈরি করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতিতে সংকট তৈরি করবে বলে মনে করে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। প্রতিষ্ঠানটির মতে, রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতির জেরে কোন কারণে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়লে, তখন সামরিক ব্যয় বেড়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ কমতে পারে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পর্যালোচনা তুলে ধরা হয়। সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে আমরা একমত যে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পেছনে বছরে ৪ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। এই খরচ কে দেবে? এখন হয়ত বিশ্বের অনেক দেশই এগিয়ে আসছে। তবে দীর্ঘ মেয়াদে এই সঙ্কট নিরসন না হলে হয়ত বাংলাদেশকেই ব্যয়ভার বহন করতে হবে।’ ইতোমধ্যেই রোহিঙ্গাদের কারণে পর্যটনশিল্পে প্রভাব পড়তে শুরু করেছে অভিযোগ করে ড. সেলিম রায়হান বলেন, ‘রোহিঙ্গাদের কারণে এই খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আসছে পর্যটন মৌসুমে তা স্পষ্ট হবে। অতিরিক্ত রোহিঙ্গার কারণে নিরাপত্তার সঙ্কট তৈরি হলে ওই জোনে (চট্টগ্রাম, কক্সবাজার) কোন বিদেশী বিনিয়োগ আসবে না।’ তিনি বলেন, ‘সরকার চট্টগ্রাম ও কক্সবাজারে যে ইকোনমিক হাব গড়ে তোলার স্বপ্ন দেখছে, তাতে বাধা তৈরি করতে পারে এই নিরাপত্তা সঙ্কট। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর একমাত্র পথ মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতির জেরে এই সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া কোন কারণে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়লে তখন সামরিক ব্যয় বেড়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ কমতে পারে।’ এসব আশঙ্কার কথা চিন্তা করেই এখন থেকে রোহিঙ্গাদের বিষয়ে সুনির্দিষ্ট চিন্তা-ভাবনার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ত্রাণ ব্যবস্থায় সমন্বয় আনতে হবে।’ সানেমের সদস্য ড. ফরাজী বিনতে ফেরদৌস বলেন, ‘খাত বেঁধে ত্রাণ কার্যক্রম ভাগ করে দেয়া উচিত। কেউ স্বাস্থ্য খাতের জন্য ত্রাণ দেবে, কেউ পোশাক দেবে, কেউ খাবার দেবে, এভাবে সমন্বয় করলে সুফল পাওয়া যাবে।’
×