ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের দুর্লভ পোস্টার

প্রকাশিত: ০৫:৪৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

চলচ্চিত্রের দুর্লভ পোস্টার

চলচ্চিত্রের দুর্লভ পোস্টার। কিন্তু কারও ভাবনাতে এমনটা আসেনি। সবাই কার্পেট হিসেবে ব্যবহার করে যাচ্ছেন। কোন যতœ নেই। অথচ পরবর্তীতে সেই পোস্টারের মূল্য দাঁড়ায় ৭২ হাজার মার্কিন ডলার। কয়েক দশক ধরে এসব পোস্টার পায়ে মাড়ানো হয়েছে। যাচ্ছে তাই ব্যবহার করতে করতে শীর্ণ হয়ে গেছে। ১২০টির মতো কপি অক্ষত পাওয়া গেছে। ব্রিটিনের দক্ষিণ ওয়েলসের একটি বাড়িতে পোস্টারগুলো পাওয়া গেছে। বাড়িটির মালিক বলেন, সাবেক সিনেমা হল ব্যবস্থাপক ছিলেন এগুলোর মালিক। কিন্তু তিনি মারা গেলে আমি একটি স্টোরেজে রেখে দেই। জিনিসগুলো খুব গুরুত্ব দিয়ে আমরা রাখিনি। তিনি আরও বলেন, ১৯৮৫ সালে এক গাদা পোস্টার তার হাতে আসে। পঁয়ত্রিশ বছর ধরে সেগুলো তিনি একটি স্টোরেজে ফেলে রাখেন। পোস্টারের সিনেমাগুলো ত্রিশ ও চল্লিশের দশকে নির্মিত। এখন সেই পোস্টারের দাম বেড়ে আকাশচুম্বী। দাম এত বেশি হবে তা তিনি কল্পনাও করেননি। পরবর্তীতে সব পোস্টার নিলামে তোলা হলে বাহাত্তর হাজার ডলার দাম ওঠে। একেকটি পোস্টার প্রায় দশ ফুট উঁচু। নিলাম প্রতিষ্ঠান রোজারস জোনস এ্যান্ড কোম্পানির বেন রোজার্স বলেন, এত পুরনো চলচ্চিত্রের পোস্টার এর আগে আমরা পাইনি। ষাটের দশকের পোস্টার আমাদের কাছে।- মেইল অনলাইন
×