ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুড়ো পেঁচারও অক্ষত শ্রবণশক্তি

প্রকাশিত: ০৫:৪৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

বুড়ো পেঁচারও অক্ষত শ্রবণশক্তি

বয়স বাড়লে মানুষের শ্রবণশক্তি লোপ পায়। তরুণ বয়সের চেয়ে একটু কম শুনতে পায়। কিন্তু নিশাচর প্রাণী পেঁচার বেলায় পুরো উল্টো ঘটনা। বুড়ো বয়সেও তার শ্রবণশক্তি অত্যন্ত তীক্ষè থাকে, অস্পষ্ট শব্দ শুনতেও তার সামান্য কষ্ট হয় না। বিজ্ঞানীরা এমন তথ্যই জানালেন। এর আগে স্টালিং বার্ডের বেলায় একই তথ্য শোনা গিয়েছিল। বিজ্ঞানীরা বলেন, বয়স বাড়লেও পাখিরা শ্রবণশক্তি হারায় না। মানুষের শ্রবণ সমস্যা নিয়ে গবেষণা করতে গিয়ে নতুন এ তথ্য আবিষ্কার করলেন তারা। এতে করে ভবিষ্যতে মানুষের কানের সমস্যার চিকিৎসার জন্য ওষুধ উদ্ভাবনে পেঁচার এই বিশেষ গুণাবলী বেশ কাজে লাগবে। পাখিদের কানের ভিতরে কোন সমস্যা হলে প্রাকৃতিকভাবেই তা সেরে যায়। জার্মানির ওল্ডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক জর্জ ক্লাম্প বলেন, জরিপ করে তারা দেখেছেন, বুড়ো বয়সেও পেঁচারা শ্রবণ ক্ষমতা অক্ষত রাখতে পারে। মানুষের শরীরে কোন ক্ষত হলে তা যেমন চিকিৎসার মাধ্যমে ভাল করা সম্ভব। পাখিদের কানের সমস্যার চিকিৎসাও তেমন। প্রাকৃতিক উপায়ে চিকিৎসার মাধ্যমে তারা ভাল হয়ে যেতে পারে। তিনি বলেন, ৬৫ বছর বয়সে মানুষের শ্রবণক্ষমতার ত্রিশ ডেসিবলের বেশি লোপ পেতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. স্টেফান হেলার বলেন, গবেষণা অব্যাহত রয়েছে। আপাতত আমরা স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের শ্রবণক্ষমতার পার্থক্য নির্ণয়ের চেষ্টা করে যাচ্ছি।-বিবিসি অনলাইন
×