ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা কাল

প্রকাশিত: ০৫:২৫, ২১ সেপ্টেম্বর ২০১৭

এসএম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা কাল

স্টাফ রিপোর্টার ॥ থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা প্রয়াত নাট্য ব্যক্তিত্ব এসএম সোলায়মান স্মরণে প্রতিবছর বিশেষ আয়োজন করে থাকে । এরই ধারাবাহিকতায় এবারও ‘এসএম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। আগামীকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার ও ইশরাত নিশাত। আয়োজনে এবারের স্মারক বক্তৃতার বিষয় ‘সোলায়মানের ‘গোলাপজান’ নাটকে সঙ্গীত পুনর্গঠন কিংবা পুনর্সৃজনের অন্তরাভিজান। বক্তৃতা করবেন নাট্যকার ও নির্দেশক শুভাশিষ সিনহা। এবারের অনুষ্ঠানে এসএম সোলায়মান প্রণোদনা গ্রহণ করবে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চাবাগানের প্রতীক থিয়েটার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতীক থিয়েটার মঞ্চায়ন করবে তাদের অন্যতম প্রযোজনা নাটক ‘নিজ ভূমে পরবাসী’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সুনীল বিশ্বাস।
×