ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ॥ ৪ নারী আহত

প্রকাশিত: ০৫:২২, ২১ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ॥ ৪ নারী আহত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২০ সেপ্টেম্বর ॥ মুক্তিযোদ্ধা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আলমগীর হোসেনের গ্রামের বাড়ি কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়ায় দুর্বৃত্তের দেয়া পেট্রোলের আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক প্রতিবন্ধীসহ ৪ নারী অগ্নিদগ্ধ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকান্ডে অনন্ত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। মাত্র ১০/১২ মিনিটের মধ্যেই আমাদের ঘরসহ পার্শ্ববর্তী রাসেল ও জিয়া উদ্দিনের তিন বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের টের পেয়ে আমার প্রতিবন্ধী ননদসহ দুই মেয়ে নিয়ে দ্রুত ঘর থেকে বের হতে পারায় জীবনে বেঁচে গেলেও হাতসহ শরীরের বিভিন্নস্থানে দগ্ধ হয়ে আমি এবং আমার প্রতিবন্ধী ননদ রুবি আক্তার, এসএসসি পরীক্ষার্থী মেয়ে তামান্না ও জেএসসি পরীক্ষার্থী বুশরা আহত হয়।
×