ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌর কর্মচারীকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

পৌর কর্মচারীকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২০ সেপ্টেম্বর ॥ সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন পরিষদের সদস্য রাজা মিয়ার হাতে সরিষাবাড়ী পৌরসভার কর্মচারীসহ দুই যুবক গুরুতর জখম হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বুধবার দুপুর পর্যন্ত উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও রাস্তায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজা মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। অভিযানের সময় রাজা মিয়ার লোকদের হামলায় সরিষাবাড়ী থানার এসআই ইদ্রিস হোসাইনসহ দুই পুলিশ আহত হয়েছে। সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার সনদপত্র পরিদর্শক মারুফ হাসান (৩৮) ও যমুনা সার কারখানার শ্রমিক লাল চাঁন (৪০) বুধবার সকাল নয়টার দিকে মোটরসাইকেলে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তারা মেন্দারবের গ্রামে আওনা ইউনিয়ন পরিষদের সদস্য রাজা মিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে তিনি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। রাজা মিয়া ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারুফ ও লাল চাঁনের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যমুনা সারকারখানার চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও যমুনা সার কারখানার শ্রমিকেরা কারখানা এলাকায় দফায় দফায় বিক্ষোভ এবং রাস্তায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানায়। এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করায় যমুনা সার কারখানার পরিবহন ও দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
×