ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:১৬, ২১ সেপ্টেম্বর ২০১৭

  টু   ক  রো  খ   ব   র

রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ২১ ভরি স্বর্ণালঙ্কার ও টাকাসহ মালপত্র লুটে নিয়েছে। প্রতিবাদ করায় ডাকাতদের হামলায় নারী-শিশুসহ আহত হয়েছেন ৮ জন। স্থানীয়দের সহযোগিতায় ৪টি ককটেলসহ সোহেল মোল্লা নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ৯ নম্বর সেক্টরের আলমপুরা ও মিল্কিপাড়া এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা। আটক সোহেল মোল্লা নরসিংদী জেলার মাধবদী থানার বালাপুর এলাকার হানিফ মোল্লার ছেলে। জানা গেছে, ভোর ৪টার দিকে পূর্বাচল উপশহরের ৯ নম্বর সেক্টরের মিল্কিপাড়া এলাকার কৃষক আলী আকবরের বাড়িতে অস্ত্রধারী ডাকাতদল ঢুকে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১২ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় আলী আকবর, তার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে সাগরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এরপর পার্শ্ববর্তী আলমপুরা এলাকার কৃষক আয়নাল হকের বাড়িতেও একই কায়দায় ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের ঘরে থাকা সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটব, ৩টি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকা লুটে নেয়। বাধা দেয়ায় আয়নাল হক ও তার স্ত্রী সাইফুন্নেছাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে একই এলাকার ব্যবসায়ী ফারুকের বাড়িতে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তাদের ঘরে থাকা ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার টাকা লুটে নেয়। এক পর্যায়ে পরিবারের লোকজন ডাকাত ডাকাত চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ মাকে আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ সেপ্টেম্বর ॥ মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সন্দেহে দুই ছেলে সন্তানসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলোÑ মা আয়শা, তার দুই ছেলে আরাফাত ও আকাশ। বুধবার সকালে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ জানান, মঙ্গলবার বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকার স্থানীয় লোকজন দুই সন্তানসহ এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক কথা বলছে। তারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা যাচাইয়ের জন্য তাদের গাড়ি ভাড়া করে কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে। ছিনতাই হওয়া চাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ সেপ্টেম্বর ॥ মঙ্গলবার রাতে ফরিদপুর থেকে ছিনতাই হওয়া ট্রাকভর্তি চাল মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। বুধবার ভোর শিবচর কলেজ মোড় এলাকা থেকে ট্রাকভর্তি চাল উদ্ধার করা হয়। তবে ছিনতাইকারী চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মফিজ এ্যাগ্রো ফুড মিল থেকে ১৮ টন চিনিগুড়া চাল বোঝাই করে একটি ট্রাক বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর মুন্সীর বাজার পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা গাড়ির চালকের হাত, পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ট্রাকভর্তি চাল নিয়ে পালিয়ে যায়। ঈশ্বরদীতে ডাকাত আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত ও ইয়াবা বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এরা হলোÑ সাঁড়া নদী এলাকার দুলালের ছেলে রকিব ও রাজন গাড়োয়ানের ছেলে হারুণ। বুধবার ভোরে সাঁড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মুদি দোকান, হার্ডওয়ার ও ওয়ার্কশপের মালিক জানান, আটককৃত ব্যক্তিদের একটি গ্রুপ আছে। তারা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় চুরি, ডাকাতিসহ মাদকের ব্যবসা করে আসছিল। ওই গ্রুপের সদস্যরা দিনে বাড়িতে ঘুমায় আর প্রতিদিন রাত দশটা থেকে এলাকার বিভিন্ন বাড়িতে এ ধরনের অপকর্ম করে আসছিল। জেলা পরিষদের সদস্য অস্ত্রসহ আটক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ২০ সেপ্টেম্বর ॥ জেলা পরিষদের সদস্য মামুন আর রশিদ মামুনকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ বিদেশী রিভলবার, ১ রাউন্ড রাইফেলের গুলি ও ১০০ ইয়াবা উদ্ধার করে। বুধবার ভোরে সদর উপজেলার ভাদালিয়া পাড়ার আনোয়ার ড্রাইভারের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পুুলিশ জানান, ভাদালিয়া পাড়ার আনোয়ার ড্রাইভারের বাড়িতে অস্ত্রগুলি ও মাদকসহ মামুন বাহিনীর লোকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মামুনকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, এক রাউন্ড রাইফেলের গুলি ও ১০০ ইয়াবা জব্দ করে। মামুন কুষ্টিয়া জেলা পরিষদের ৯নং সদস্য এবং অর্ধডজন মামলার আসামি। সে এলাকায় পিচ্চি মামুন নামে পরিচিত। তার একটি গোপন সন্ত্রাসী বাহিনী রয়েছে বলে জানা গেছে। ভারত থেকে দেশে ফিরেছে দুই কিশোর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু সংশোধনাগারে সাড়ে তিন বছর আটক থাকার পর ইলিয়াস (১৮) ও স্বপন রায় (১৮) নামের দুই বাংলাদেশী কিশোর দেশে ফিরেছে। বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের আইনী প্রক্রিয়া শেষে ওই কিশোরদের দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেশে ফেরত আসা ইলিয়াস কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালি এলাকার সৈয়দ নুর হোসেনের ছেলে এবং স্বপন রায় পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার মল্লিকাদহ ধুপুরপাটি গ্রামের শ্রী ব্রজনাথ রায়ের ছেলে। হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব কিশোররা কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু সংশোধনাগারে পাঠায়। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ॥ মাধবপুর উপজেলার আখাউড়া সিলেট রেল সেকশনের হরষপুর রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক মারা গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেনের নিচে পড়ে ওই যুবক মারা গেছে। তার নাম পরিচয় জানা যায়নি। দুই লাখ তালবীজ রোপণ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২০ সেপ্টেম্বর ॥ বজ্রপাত মোকাবেলায় প্রধানমন্ত্রীর তালগাছ রোপণের আহ্বানে সাড়া দিয়ে বুধবার সাঁথিয়া ইছামতি নদীর দুই পাশে একযোগে ২ লাখ তালবীজ রোপণ করা হয়েছে। জেলা প্রশাসক রেখা রানী বালো এ কর্মসূচীর উদ্বোধন করেন। বেলা ১১টায় একযোগে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে ইছামতি নদীর দুই পাশের রাস্তায় এ তালবীজ রোপণে অংশ নেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডাঃ মনসুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান, এসপি সার্কেল সাঁথিয়া আশিস বিন হাছান, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ উপস্থিত ছিলেন।
×