ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৫:১৪, ২১ সেপ্টেম্বর ২০১৭

 বাল্যবিয়ে থেকে রক্ষা

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর ॥ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আরা পলির হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নাবালিকা লিয়া মনি (১৩)। লিয়া উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের খলিল শেখের মেয়ে ও রাঙ্গামুলারকান্দি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। বুধবার ফরিদপুরের বোয়ালমারী ইউনিয়নের চালিনগর গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে সুমন মোল্যার (২৫) সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল। এ ব্যাপারে ইউএনও রওশন আরা পলি জানান, মঙ্গলবার লোক মারফত লিয়ার বিয়ের খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মেয়ের বাবাকে বিয়ে দিতে নিষেধ করা হয়। কিন্তু তারা কর্ণপাত না করে বুধবার বিয়ের আয়োজন করছিল।
×