ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ

প্রকাশিত: ০৫:১২, ২১ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শৌলা ও তাম্বুল বুনিয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু সুমন ও বড় ভাই বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাতে এ অপহরণের ঘটনা ঘটে। বুধবার ফিরে আসা জেলেদের সূত্রে এ খবর জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শৌলা এলাকায় বনদস্যু বড় ভাই বাহিনীর সদস্যরা মাছ শিকারের সময় জেলে বহরে হানা দেয়। এ সময় জেলেদের নৌকায় থাকা নগদ টাকা ও চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়। পরে মুক্তিপণের দাবিতে ১৮ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ওই দস্যু বাহিনীর সদস্যরা। অপরদিকে একই রাতে বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা চাঁদপাই রেঞ্জের তাম্বুল বুনিয়া এলাকায় অবস্থানরত জেলেদের নৌকায় হানা দিয়ে উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা জেলে জলিল মাতুব্বর ও তার ছোট ভাই ইলিয়াস মাতুব্বরকে অপহরণ করে। পরবর্তীতে তাদের মহাজনের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করেন।
×