ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুমোদন পেল পুলিশের ‘এন্টি টেররিজম ইউনিট’

প্রকাশিত: ০৪:৪৩, ২১ সেপ্টেম্বর ২০১৭

অনুমোদন পেল পুলিশের ‘এন্টি টেররিজম ইউনিট’

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে অনুমোদন পেল পুলিশের নতুন ইউনিট ‘এন্টি টেররিজম ইউনিট’। এই ইউনিটের প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩-এর সিনিয়র সহকারী সচিব মোঃ কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদফতরের আওতাধীন বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে এন্টি টেররিজম ইউনিট গঠন, এর কার্যক্রম পরিচালনার জন্য ৫৮১টি পদের মধ্যে ৩১টি ক্যাডার পদ স্থায়ীভাবে, ৫৫০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টি ও ৪১টি যানবাহন যুক্ত করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি ছাড়াও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন রয়েছে। এ ইউনিটের পদগুলোর মধ্যে রয়েছেÑ অতিরিক্ত আইজিপি একজন (যিনি ইউনিট প্রধান হবেন), ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি দুজন, পুলিশ সুপার পাঁচজন, অতিরিক্ত পুলিশ সুপার ১০ জন, সহকারী পুলিশ সুপার ১২ জন, ইনস্পেক্টর ৭৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র এসআই ১২৫ জন, সশস্ত্র ও নিরস্ত্র এএসআই ১৪০ জন, কনস্টেবল ২০০ জন, সিস্টেম এনালিস্ট একজন, এ্যাসিসট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার একজন, সহকারী প্রোগ্রামার একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন, বাবুর্চি দু’জন, পরিচ্ছন্নতা কর্মী তিনজন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ হিজরী ১৪৩৯ সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ, মহরম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। খবর বাসসর। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
×