ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানে কোটি টাকার সোনা উদ্ধার

প্রকাশিত: ০৪:৪২, ২১ সেপ্টেম্বর ২০১৭

বিমানে কোটি টাকার সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজের ভেতর থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়। আগাম তথ্যের ভিত্তিতে ওই উড়োজাহাজে অভিযান চালানো হয়। এ সোনার মালিক কি যাত্রী নাকি অন্য কেউ জানতে চাইলে ড. মইনুল খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা যাত্রীরই কাজ। সুযোগ পেলে খালাস করে নিত। কিন্তু গোয়েন্দাদের হাতে আগাম তথ্য থাকায় তা সম্ভব হয়নি। বেশ কিছুদিন বিরতি দিয়ে বিমানের লোকজন আবারও সোনা পাচারে তৎপর হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ সিন্ডিকেটে কারা কারা জড়িত তা চিহ্নিত করার জন্য গোয়েন্দারা সক্রিয় রয়েছে। অচিরেই এ সংক্রান্ত চমকপ্রদ তথ্য পেতে পারেন। জানা যায়, বাংলাদেশ বিমানের মালয়েশিয়া থেকে আসা বিজি ০৮৭ ফ্লাইটের অভ্যন্তর থেকে সিটের নিচে লুকায়িত অবস্থায় ২০টি স্বর্ণবার উদ্ধার করে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক সকাল সাড়ে ৬টায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি বজায় রাখে। বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল কর্তৃক আকস্মিক তল্লাশিকালে বিমানের ৭ ই সিটের নিচে ২০ টি বার লুকানো অবস্থায় দেখা যায়। এই সিটে কোন যাত্রী ছিল না। ১ অক্টোবর থেকে জাদুঘরের নতুন সময়সূচী বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের বিগত ২০১০ সালের ৯ নবেম্বর অনুষ্ঠিত ১১৯তম সভা এবং ২০১৬ সালের ১০ এপ্রিল অনুষ্ঠিত ১৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা, আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা, জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম, ওসমানী জাদুঘর, সিলেট, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ এবং স্বাধীনতা জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ঢাকার অফিস ও গ্যালারির শীতকালীন সময়সূচী নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো। শীতকালীন অফিস সময়সূচী ॥ (অক্টোবর-মার্চ), শনিবার থেকে বুধবার : সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত। (বেলা ১-১৫ থেকে ১-৩০টা পর্যন্ত নামাজের বিরতি)। বৃহস্পতিবার ও শুক্রবার : সাপ্তাহিক ছুটি (অফিস)। গ্যালারির সময়সূচী : শনিবার থেকে বুধবার : সকাল ১০টা হতে বিকেল ৪-৩০টা পর্যন্ত। শুক্রবার : বিকেল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত। বৃহস্পতিবার : গ্যালারি বন্ধ। এই সময়সূচী আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। -বিজ্ঞপ্তি
×