ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলীয় আদালতের রায়

স্কুলে পাগড়ি পরতে পারবে শিখ শিশু

প্রকাশিত: ০৪:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৭

স্কুলে পাগড়ি পরতে পারবে শিখ শিশু

পাগড়ি পরার কারণে পাঁচ বছর বয়সী এক শিখ ছাত্রের ভর্তিতে আপত্তি জানানোয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার একটি ট্রাইব্যুনাল। ছাত্রদের মাথা কাপড় দিয়ে ঢাকার ক্ষেত্রে খ্রিস্টরীতির বাইরে অন্য কিছুতে মেলবোর্নের মেল্টন ক্রিশ্চিয়ান স্কুলের নিষেধাজ্ঞা ছিল। ওই কারণ দেখিয়ে গত বছরের শেষ দিকে পাগড়ি পরিহিত সিধাককে ভর্তি না করার সিদ্ধান্ত জানায় স্কুল কর্তৃপক্ষ। একে ‘পরোক্ষ বৈষম্য’ অভিহিত করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন সিধাকের বাবা সাগরদীপ সিং অরোরা। মঙ্গলবার অরোরার পক্ষে রায় দেয় ভিক্টোরিয়ান সিভিল এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেটেভ ট্রাইব্যুনাল। খবর ওয়েবসাইটের। চুল না কেটে পাগড়ি দিয়ে তা ঢেকে রাখা শিখ বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ, সেজন্যই সিধাক ছোট পাগড়ি ‘পাটকা’ পরত বলে তার বাবা অরোরা জানান। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিস্মিত হওয়ার কথাও জানান তিনি। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এখানে পুলিশে, সেনাবাহিনীতে শিখরা পাগড়ি পরতে পারছে, তাহলে আমার ছেলে স্কুলে যেতে পারবে না কেন? কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে সিধাক বাড়ির কাছের স্কুলে ভর্তি না হয়ে অসুবিধায় পড়েছে বলে ভিক্টোরিয়ান সিভিল এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেটেভ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে। মেলবোর্নের আইন অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে আলোচনা করে স্কুল শিক্ষার্থীদের পোশাক নির্ধারণ করতে পারবে এবং এক্ষেত্রে ‘বৈষম্য আইন’ প্রযোজ্য হবে না। জঙ্গী দমনে পাকিস্তানকে আলোচনায় বসার আহ্বান আশরাফ গনির আফগানিস্তানে যুক্তরাষ্ট্র আরও বেশি সৈন্য পাঠানোর প্রেক্ষিতে এটি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সুযোগ বলে উল্লেখ করে সে দেশের প্রেসিডেন্ট আশরাফ গনি চরমপন্থীদের দমনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ডনের। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া মঙ্গলবারের ভাষণে আশরাফ গনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নতুন আফগান নীতির মাধ্যমে তালেবান গেরিলাদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে, তারা আর রণাঙ্গনে জয়লাভ করতে সক্ষম হবে না এবং সে কারণেই তারা আলোচনায় বসতে বাধ্য হবে। আফগান প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতি ও কৌশলকে স্বাগত জানাইÑযা আমাদের একটি সুনিশ্চিত নিরাপদ পথের সন্ধান দিয়েছে। এ ধরনের একটি পদক্ষেপের জন্য আফগান জনগণ যুক্তরাষ্ট্রের দিকে বহু বছর ধরে অপেক্ষা করেছিল।’ উল্লেখ্য, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প যে আফগান কৌশল ঘোষণা করেনÑতা ২০০১ সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ার ধ্বংসের পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে চলমান মার্কিন সন্ত্রাস দমননীতির ধারাবাহিকতা রক্ষা করবে। নতুন করে সেখানে আরও মার্কিন সেনা পাঠানো হবে।
×