ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপুল রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ায় ভারতের গভীর উদ্বেগ

প্রকাশিত: ০৭:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

বিপুল রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ায় ভারতের গভীর উদ্বেগ

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইন সহিংসতার প্রেক্ষিতের বিপুল সংখ্যক নাগরিক প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার জেনেভায় ভারতের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে মিয়ানমারের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের ওপর আলোচনায় ভারতের প্রতিনিধি রাষ্ট্রদূত রাজিব কে চন্দর এক বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, মিয়ানমারের রাখাইন সহিংসতার প্রেক্ষিতের বিপুল সংখ্যক নাগরিক প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে সেখানের নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর সন্ত্রাসবাদী হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়। জেনেভায় নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাজিব কে চন্দর বলেন, মিয়ানমারের নিরপত্তা বাহিনীর একাধিক অপারেশনের জন্য অনেক সাধারণ মানুষ বহিরাগত হয়ে গেছে। তবে সেখানের সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরী। আমরা প্রত্যাশা করব, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে সেখানের সাধারণ মানুষের জন্য কল্যাণমুখী পদক্ষেপ নেবে মিয়ানমার সরকার। জেনেভায় নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে রাখাইন প্রদেশে দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক প্রকল্পের উদ্যোগ নিতে হবে। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সেখানকার সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। আমরা এই কার্যক্রমে মিয়ানমারকে সহায়তা করতে আগ্রহী। তিনি বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের অধীনের সংস্থাগুলো মিয়ানমার ও সেদেশের জনগণের মধ্যে আরও গঠনমূলক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।
×