ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাখাইনে সামরিক অভিযান বন্ধ করতে হবে ॥ গুতেরেস

প্রকাশিত: ০৭:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

রাখাইনে সামরিক অভিযান বন্ধ করতে হবে ॥ গুতেরেস

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস মঙ্গলবার মিয়ানমারের আরাকান রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী ও স্টেট কাউন্সিলর আউং সান সুচির দীর্ঘ প্রতীক্ষিত ভাষণের পরও আন্তর্জাতিক সমালোচনা ও প্রতিবাদ অব্যাহত থাকার প্রেক্ষিতে গুতেরেস এ আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই রাখাইনে সামরিক অভিযান বন্ধ করতে হবে। মানবাধিকার কর্মীদেরও বিনা বাধায় সেখানে প্রবেশ করতে দিতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের শুরুতে তিনি আরও বলেন, মিয়ানমার সরকারকে অবশ্যই রোহিঙ্গাদের দুর্দশা লাঘব ও নিপীড়ন বন্ধ করতে হবে। তিনি বলেন, কফি আনান কমিশনের প্রতিবেদনের সুপারিশ মেনে চলার ব্যাপারে সুচির প্রতিশ্রুতি তিনি নোট করে রেখেছেন। রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমরা সবাই মর্মাহত বলেও জানান গুতেরেস।
×