ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষজ্ঞ মতামত ॥ মিথ্যাচারে ইতিহাস পাল্টাতে চাইছেন মিয়ানমারের সেনাপ্রধান

প্রকাশিত: ০৬:১৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

বিশেষজ্ঞ মতামত ॥ মিথ্যাচারে ইতিহাস পাল্টাতে চাইছেন মিয়ানমারের সেনাপ্রধান

বিডিনিউজ ॥ রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মধ্যে এই মুসলিম জনগোষ্ঠীর নাগরিকত্ব অস্বীকার করে মিয়ানমারের সেনাপ্রধানের বক্তব্য ‘মিথ্যাচারের মাধ্যমে ইতিহাস পাল্টানোর’ প্রয়াস হিসেবে দেখছেন বাংলাদেশের রাজনীতিক ও গবেষকরা। ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগেই কী করে তৎকালীন বার্মার আরাকান (বর্তমানে রাখাইন) রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব হয়েছিল, তা দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান বলছেন, তাদের অস্বীকারের কোন সুযোগ নেই মিয়ানমারের। রাখাইনে যে রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতন চলছে, জেনারেল মিন আউং হ্লাইং’র বক্তব্যে তার প্রমাণ দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। রোহিঙ্গাদের ‘বাঙালী’ হিসেবে চিহ্নিত করার মিয়ানমারের সেনাপ্রধানের প্রয়াসের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা। তার বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান। রোহিঙ্গাদের নাগরিকত্বের এই সঙ্কট সৃষ্টির জন্য মিয়ানমারের সামরিক বাহিনীকে দায়ী করেছেন বাংলাদেশের সাবেক একজন সেনা কর্মকর্তা। অর্ধশতক সামরিক শাসনে থাকা মিয়ানমার গণতন্ত্রের পথে হাঁটা শুরু করলেও দেশটি এখনও কার্যত সেনাবাহিনীই চালাচ্ছে।
×