ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অতি প্রকান্ড কিংবা ক্ষুদ্র হলে...

প্রকাশিত: ০৫:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৭

অতি প্রকান্ড কিংবা ক্ষুদ্র হলে...

প্রাণী শরীর অতি প্রকান্ড হলেও সমস্যা, ক্ষুদ্র হলেও ঝঞ্ঝাট থেকে রেহাই নেই। বিজ্ঞানীদের বিশ্লেষণ মতে এটাই এখন ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে যে এই দুই প্রজাতির প্রাণীর বিলুপ্তির শঙ্কা বেশি। তারা প্রাণীর বিলুপ্তি নিয়ে গবেষণা করে যে তথ্য দিয়েছেন, তাতে মেরুদন্ডী প্রাণীদের মধ্যে খুব বড় নয়, আবার খুব ছোট নয়-এমন প্রাণীই টিকে থাকার সম্ভাবনা বেশি। সেই বিবেচনায় যেগুলো খুবই ক্ষুদ্র কিংবা বৃহৎ তারা কালের বিবর্তনে হারিয়ে যেতে পারে। কাজেই এই দুই শ্রেণীর প্রাণী রক্ষায় পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী অধ্যাপক বিল রিপল বলেন, খুব ভারী প্রাণীরা সাধারণত শিকারে পরিণত হয়। তাদের এত বেশি শিকার করা হয় যে এক সময় তারা বিলুপ্ত হয়ে যায়। আর হালকাগুলো পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। তিনি বলেন, ক্ষুদ্র প্রাণীদের ভৌগোলিক অবস্থান খুবই সীমিত। কাজেই তাদের বাসস্থান ধ্বংস হয়ে গেলে টিকে থাকার উপায় থাকে না। সব দিক বিবেচনা করে বিজ্ঞানীরা পাখি, স্তন্যপায়ী প্রাণী, মাছ, উভচর ও সরীসৃপের একটি তালিকা তৈরি করেছেন, যেগুলো বিলুপ্তির দোরগোড়ায়। অধ্যাপক রিপল বলেন, হাতি, গন্ডার ও সিংহের মতো প্রকা- শরীরের প্রাণীগুলো সুরক্ষায় ব্যবস্থা নেয়া উচিত।-বিবিসি অনলাইন
×