ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বন্ধুর হাতে খুন

কবর থেকে তুলে ইমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৫:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

কবর থেকে তুলে ইমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বন্ধুর বাসায় বন্ধু খুনের ঘটনায় গত মাসে ময়নাতদন্তের পর আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করেছিল ইমনের লাশ। তখন নিহত ইমনের পরিচয় পায়নি পুলিশ। ম্যাজিস্ট্রেট তানিয়া মুনের নেতৃত্বে মঙ্গলবার নগরীর চৈতন্য গলির সম্মুখস্থ বাইশ মহল্লা কমিটির কবরস্থান থেকে ইমনের লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) জাহেদুল কবিরের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়। এর আগে পরিবারের পক্ষ থেকে ইমনের লাশ আদালতের কাছে ফিরে পাওয়ার আবেদন জানায় পরিবার। ইমনের ভাই ইরফানুল করিমসহ পরিবারের সদস্যরা লাশ পশ্চিম রাউজান নিয়ে যায়। পশ্চিম রাউজানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় মঙ্গলবার বিকেলে। আদালত সূত্রে জানা গেছে, মূল আসামি অমিত মুহুরী, তার বন্ধু শিশির ও বাড়ির দারোয়ান শফিকুল ইমন হত্যা মামলায় কারাগারে রয়েছে। এদিকে, অমিতের স্ত্রী চৈতিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে অমিত মহুরী তার নিজ বাসায় স্ত্রী চৈতির সহযোগিতায় বন্ধু ইমনকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। জানা গেছে, গত ৯ আগস্ট খুন হয় ইমন। ১৩ আগস্ট ড্রাম ভর্তি অজ্ঞাত লাশ পাওয়া যায় এনায়েত বাজার রাণীর দিঘী থেকে পুলিশ। দীর্ঘ ১৭ দিনের তদন্ত শেষে পুলিশ লাশটি শনাক্ত করে। এই লাশ অমিতের বন্ধু ইমনের।
×