ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৫:৪১, ২০ সেপ্টেম্বর ২০১৭

ওয়ারীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার ওয়ারীতে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু, নিখোঁজের পর ধানমন্ডি লেক থেকে কিশোরের লাশ উদ্ধার, মিরপুরের জঙ্গী আস্তানায় অভিযানকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে র‌্যাবের তরফ থেকে এক লাখ টাকা প্রদান ও ভেজালবিরোধী অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওয়ারী থানাধীন কে এম দাস লেনে ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যুর ঘটনাটি ঘটে। ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহজাহান জনকণ্ঠকে বলেন, ভোর পাঁচটার দিকে একজন যাত্রী সায়েদাবাদ নামেন। ওই যাত্রী রিক্সায় করে ওয়ারী যাচ্ছিলেন। ওয়ারীর কে এম দাস লেনের দিকে যাওয়ার সময় দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা রিক্সার সামনে মোটরসাইকেল রেখে রিক্সার গতিরোধ করে। রিক্সায় থাকা যাত্রীর কাছ থেকে ব্যাগ ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রিক্সাচালক সাহসিকতা দেখিয়ে ছিনতাইকারীদের বাধা দেন। ছিনতাইকারীরা রিক্সাচালকের পিঠে ও হাতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন রিক্সার ওই যাত্রী। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে যায়। জনতা ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেয়। অন্যজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রিক্সাচালকের পিঠে ও হাতে অন্তত দশটি সেলাই দিতে হয়। বেলা এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা ছিনতাইকারীকে মৃত ঘোষণা করেন। নিহত ছিনতাইকারীর নাম নাদিম (৩০) বলে জানা গেছে। পিতার নাম বারেক জমাদ্দার। নিহত সম্পর্কে আর কোন তথ্য জানা যায়নি। কিশোরের লাশ উদ্ধার মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ৪ নম্বর সড়ক সংলগ্ন লেক থেকে রাতুল (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ধানমন্ডি মডেল থানার ওসি আব্দুল লতিফ জনকণ্ঠকে বলেন, নিহত কিশোর মাদকাসক্ত। সে ড্যান্ডি নেশায় আসক্ত। তিন দিন আগে বন্ধুদের সঙ্গে লেকের ধারে বসে ড্যান্ডির নেশা করে। এরপর তারা লেকে গোসল করতে নামে। অনেকক্ষণ সাঁতার কাটার পর বন্ধুরা ওঠে যায়। কিন্তু রাতুল আর উঠেনি। বন্ধুরা মনে করে, সে ডুব দিয়ে অন্য পাড়ে গিয়ে উঠেছে। এজন্য তারা খানিক সময় অপেক্ষা করার পর চলে যায়। মঙ্গলবার সকালে তার অর্ধগলিত লাশ লেকে ভেসে ওঠে। রাতুল মাদারীপুর সদর উপজেলার শান্তিনগর গ্রামের শামীম মিয়ার ছেলে ছিল। পরিবারের সঙ্গে রায়েরবাজার সাদেক খান রোডে বেঁড়িবাধ এলাকায় থাকত। মৃত্যুর আরও কোন কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। র‌্যাবের সহায়তা গত ৪ সেপ্টেম্বর মিরপুরের দারুস সালাম থানাধীন বর্ধনবাড়িতে আবিষ্কৃত হওয়া জঙ্গী আস্তানায় অভিযানকালে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া দলিল উদ্দিনকে র‌্যাবের তরফ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ওই টাকা দলিল উদ্দিনের হাতে তুলে দেন। রবিবার ঢাকার তেজগাঁও এবং মোহাম্মদপুরে এপিবিএন-১ এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
×