ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাক্তাইয়ের চালের আড়তে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০৫:৩৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

চাক্তাইয়ের চালের আড়তে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চাক্তাইয়ে চালের আড়তে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ী ও কর্মচারীদের অবরোধের মুখে পড়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের বিশেষ এ টিম বাজারের মজুদ এবং মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে যায়। এ সময় অতিরিক্ত মজুদ এবং বেশি মূল্যে চাল বিক্রির প্রমাণ মেলে। আদালত এ নিয়ে একটি আড়ত থেকে দুই কর্মচারীকে আটক এবং সাজা প্রদান করে। এরপর শুরু হয় অসন্তোষ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিমকে উদ্ধার করে। জেলা প্রশাসন এবং চাক্তাইয়ের ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে একটি টিম চাক্তাইয়ে যায় বেলা ৩টার দিকে। ভ্রাম্যমাণ আদালত সেখানে বিভিন্ন আড়তে মজুদ পরিস্থিতি এবং মূল্য যাচাই করে। সেখানে পর্যাপ্ত মজুদ থাকলেও চাল বিক্রির ক্ষেত্রে অধিক মূল্য গ্রহণের প্রমাণ পাওয়া যায়। চাক্তাইয়ের মেসার্স হাজী বদিউর রহমান এন্ড সন্স নামের একটি আড়তে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি এবং অতিরিক্ত চাল মজুদের অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজার দিদারুল আলমকে আটক করে। এ সময় তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে আশপাশের আড়ত কর্মচারীরা। চাক্তাই-খাতুনগঞ্জের শত শত ব্যবসায়ী ও কর্মচারী সড়কে নেমে এলে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা তখন চাউল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অবস্থান নেন। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকার পর সেখানে ছুটে যায় র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি ফোর্স। র‌্যাব-পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যে বাধা প্রদানের অভিযোগে গ্রেফতার দিদারুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারায় তিন মাসের কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা এবং আদালতের কার্যক্রমে বাধা প্রদানের অভিযোগে মোঃ জাহেদুল ইসলাম শাওন নামের একজনকে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
×