ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপারকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় দুই এসআইসহ ৬ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরায় দুই এসআইসহ ৬ পুলিশের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পুলিশকে ঘুষ না দেয়ায় মাদ্রাসার সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগে সদর থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ছয় পুলিশ সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আমলী আদালত-১ এ নিহতের ভাই বজলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ মামলাটি আমলে নিয়ে পিবিআই খুলনাকে তদন্ত করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- সদর থানার এসআই আসাদুজ্জামান, এসআই পাইক দেলোয়ার, এএসআই শেখ সুমন হাসান, এএসআই আশরাফুজ্জামান ও অজ্ঞাতনামা দুই কনস্টেবল। নিহত মাওলানা সাইদুর রহমান কলারোয়া উপজেলার বাকশা হঠাৎগঞ্জ মাদ্রসার সুপার ও সদর উপজেলার কাথন্ডা গ্রামের মৃত দেলদার রহমানের ছেলে। মামলার আরজিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়িতে গেলে সদর থানার এসআই আসাদুজ্জামান, এসআই পাইক দেলোয়ার, এএসআই সুমন, এএসআই আশরাফুজ্জামানসহ দুই কনস্টেবল তাদের বাড়িতে গিয়ে মাওলানা সাইদুর রহমানের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করে। অন্যথায় তাকে জামায়াতের মামলায় চালান দেয়ার হুমকি দিয়ে বেদম মারধর করে তারা। এ সময় বাড়ির উঠানে ফেলে তাকে লাঠি দিয়ে পিটানো হয়। বুকের উপর উঠে দাঁড়ায় পুলিশ সদস্যরা। পরে ৫ হাজার টাকা দিতে চাইলে পুলিশ তা গ্রহণ না করে তাকে ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে তাকে থানার গারদ খানায় ফেলে ফের মারপিট করা হয়। থানা থেকে তাকে কোর্ট হাজতে প্রেরণ করতে চাইলে কোর্ট হাজত কর্তৃপক্ষ তাকে গ্রহণ না করে চিকিৎসা করিয়ে নিয়ে আসতে বলে। এক পর্যায়ে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে রাত একটার দিকে তাকে সদর হাসপাতালে পাঠানোর পর শনিবার ১৬ সেপ্টেম্বর ভোরে তিনি মারা যান।
×