ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যামস্ট্রিংয়ে ডেম্বেলের অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

হ্যামস্ট্রিংয়ে ডেম্বেলের অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সিলোনা ছেড়ে যান এ মৌসুমে। স্প্যানিশ জায়ান্টদের তাঁবু ছেড়ে তিনি ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলছেন এবার। তার অভাব পূরণে ফরাসী তরুণ ফরোয়ার্ড উসমান ডেম্বেলেকে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে দলে ভিড়িয়েছিল। ৩ ম্যাচে নজর কাড়া নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু এরপরই ২০ বছর বয়সী এ তরুণকে হারাতে হয়েছে বার্সাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আপাতত ছিটকে গেছেন তিনি। মঙ্গলবার অস্ত্রোপচারও করানো হয়েছে হেলসিঙ্কিতে। ফলে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এ তরুণ উদীয়মান ফরোয়ার্ডকে। ইনজুরিতে আক্রান্ত ডেম্বেলে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে রওনা হওয়ার সময় বার্সিলোনা বিমানবন্দরে হুইলচেয়ারে বসা ছিলেন। আর এতেই স্পষ্ট হয়ে যায় তার ইনজুরির মাত্রাটা বেশ ভয়াবহ রকমেরই। এ সময় তার সঙ্গে ছিলেন বার্সার ফিজিশিয়ান ডাঃ রিকার্ড প্রুনা। ফিনিশ রাজধানীতেই তার অস্ত্রোপচার করানো হলো। আর সেটি করেছেন ডঃ সাকারি ওরাভা। বিশ্ব ফুটবলে সাড়া জাগিয়ে কাতালান শিবিরে যোগ দেয়ার পর মাত্র তিন ম্যাচে নামা হয়েছে বার্সার জার্সিতে। গত মাসে তিনি জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে আসেন বার্সায়। ১০৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে যোগ দিলেও পারফর্মেন্স বিবেচনায় এবং বোনাসসহ সেটি ১৪৫ মিলিয়ন ইউরো পর্যন্ত বর্ধিত হওয়ারও সুযোগ ছিল। কিন্তু ইনজুরিতে পড়ার কারণে আর্থিক ক্ষতিতে পড়লেন এ ফরাসী তারকা, আর আর্থিক লাভ হলেও বার্সা আবার ফরোয়ার্ড ঘাটতিতে পড়লো। গেটাফের বিরুদ্ধে শনিবার রাতে বার্সা ২-১ গোলে জয় পায় স্প্যানিশ লা লিগায়। আর এ ম্যাচেই মারাত্মক ইনজুরির শিকার হন ডেম্বেলে। ম্যাচের ২৯ মিনিটের সময় ব্যাকহিলে বল পাস করতে গিয়ে এ ইনজুরিতে পড়েন। ক্যারিয়ারেই প্রথমবার ইনজুরিতে আক্রান্ত হলেন তিনি। বার্সার কোচ আর্নেস্টো ভালভার্দে জানিয়েছেন এখন বেশ অভিজ্ঞ একজন তারকাকেই আনার দিকে মনোযোগী হয়েছেন তারা ডেম্বেলের ঘাটতি পূরণে। তিনি বলেন, ‘তার অভিজ্ঞতার অভাব রয়েছে ছোটখাটো ইনজুরির প্রকৃতি চেনা কিংবা এমন কোন কৌশল প্রয়োগ করতে যাওয়া যেটার কারণে এ ধরনের বড় ইনজুরি হতে পারে। ব্যাকহিল করে বল নিয়ন্ত্রণ করার বিষয়টা সবচেয়ে আক্রমণাত্মক এবং এটা হ্যামস্ট্রিংয়ের জন্য বিপদজ্জনক। একজন অভিজ্ঞ খেলোয়াড় হয়তো এমনটা করতো না।’
×