ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্যান প্যাসিফিক ওপেনে সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৫:০৭, ২০ সেপ্টেম্বর ২০১৭

প্যান প্যাসিফিক ওপেনে সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিন ইউএস ওপেনে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে দারুণভাবে শুরু করেছিলেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। যে জাপানী খেলোয়াড়ের কাছে হেরে বিদায় নিয়েছিলেন তাকেই উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছেন। তবে টোকিও’র ডব্লিউটিএ প্যান প্যাসিফিক ওপেন টেনিসে এবার নেই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ভাইরাস জ্বরের কারণে নাম প্রত্যাহার করে নেন। প্রথমপর্বের দ্বিতীয়দিনে আরেক তারকা ছিটকে গেছেন। তবে তিনি হেরেই বিদায় নিয়েছেন। স্পেনের তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে দিয়ে দ্বিতীয়পর্বে উঠেছেন সেøাভাকিয়ার তরুণী ৫ নম্বর বাছাই ডোমিনিকা সিবুলকোভা। বিদায় নিয়েছেন অষ্টম বাছাই ক্রিস্টিনা মাদেনোভিচ। তবে যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স, পুয়ের্টোরিকোর বিস্ময় মনিকা পুইগ ও ৯ নম্বর বাছাই ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া নির্বিঘেœ উঠে গেছেন দ্বিতীয়পর্বে। পেশাদার টেনিস ক্যারিয়ারে ২০১৫ সালটা দারুণ কেটেছিল স্প্যানিশ তারকা নাভারোর। গত বছরের শুরুর দিকে তিনি ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরেও ছিলেন। কিন্তু এরপর থেকে অধঃপতন হয়েছে এ ২৯ বছর বয়সী তারকার। ক্রমাবনতির কারণে এখন পিছিয়ে নেমে গেছেন ৩৬ নম্বরে। একের পর এক ব্যর্থতাও সঙ্গী হয়েছে তার। এবার তিনি টোকিওতে এসে শুরুতেই ছিটকে গেলেন। অবশ্য তারজন্য কঠিন চ্যালেঞ্জ ছিল বিশ্বের ৯ নম্বর তারকা সিবুলকোভা। এ সেøাভাক তরুণী বেশ সহজেই ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দেন। সিবুলকোভা গত বছর ছিলেন ফর্মের তুঙ্গে। ক্যারিয়ারের ৮টি ডব্লিউটিএ শিরোপার মধ্যে চারটিই জিতেছেন গত বছর। আর উঠে গিয়েছিলেন র‌্যাঙ্কিংয়ের চারে। কিন্তু এ বছর কিছুটা পেছনে চলে এসেছেন। তবু সেরাদশে টিকিয়ে রেখেছেন নিজেকে। টোকিওতে তার শুরুটা বেশ ভালভাবেই হলো। মাত্র ১ ঘণ্টা ২৪ মিনিটের লড়াইয়ে এ ২৮ বছর বয়সী তরুণী জয় তুলে নেন। আরেক ম্যাচে ক্যারোলিন গার্সিয়া সহজ জয় তুলে নিয়েছেন বেলারুশের আলিয়াক্সান্দ্রা সাসনোভিচকে হারিয়ে। ফরাসী এ ৯ নম্বর বাছাই জয় পান ৬-৪, ৬-৩ সেটে। কিন্তু আসরের অষ্টম বাছাই ক্রিস্টিনা মাদেনোভিচ দারুণ লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছেন। তাকে ৬-০, ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে সবাইকে চমকে দেন চীনের ওয়াং কিয়াং। গার্সিয়ার জয়ে ফ্রান্সের গৌরব কিছুটা হলেও ফিরে এসেছে। আর গত বছর রিও অলিম্পিকে সবাইকে হতচকিত করে স্বর্ণপদক জেতা পুয়ের্টোরিকান তরুণী পুইগ ক্রমাগত ব্যর্থতার মধ্যে দিয়ে গেছেন তারপর থেকে। তিনি অবশ্য টোকিওতে শুরুটা ভালভাবেই করেছেন। তাইওয়ানের সিয়েহ সু-ওয়েই ২-৬, ৬-১, ৬-১ সেটে জয় পান। তাকে দ্বিতীয়পর্বে অবশ্য ভাল চ্যালেঞ্জে পড়তে হবে। কারণ আসরের শীর্ষ বাছাই গারবিন মুগুরুজার বিরুদ্ধে লড়তে হবে তাকে। একইদিনে রাশিয়ার জন্য জোড়া জয় এসেছে যুক্তারাষ্ট্রের বিরুদ্ধে। আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ৪-৬, ৬-০, ৬-৪ সেটে হারিয়ে দেন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেলিসকে এবং দারিয়া কাসাতকিনা যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রিঙ্গলকে ৩-৬, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে দেন। তবে যুক্তরাষ্ট্রের জন্য জয়ের আনন্দ এনে দিয়েছেন শেলবি। তিনি জাপানের রিসা ওজাকিকে ৬-২, ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে দ্বিতীয়পর্বে পা রেখেছেন। চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা ১-৬, ৬-৩, ৬-৪ সেটে জয় পেয়েছেন সেøাভাকিয়ার জানা সেপেলোভাকে হারিয়ে।
×