ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আমিরাত

প্রকাশিত: ০৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

আজ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আমিরাত

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে’ আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। কাতারের গ্র্যান্ড হামিদ স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল। দলের কোচ ও অধিনায়ক জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়াই করতে প্রস্তত আছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ জানান, ‘আমরা নিরাপদেই কাতার পৌঁছেছি। আজ (মঙ্গলবার) আমরা এক বেলা অনুশীলন করেছি। দলের সবাই শারীরিক ও মানসিকভাবে ফিট আছে। এখানে আবহাওয়া একটু গরম। ছেলেরা এখানকার আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছে। বুধবার আমাদের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের সামান্য ধারণা আছে। এই ম্যাচে ছেলেরা ভাল ফল করার জন্য নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’ দলীয় অধিনায়ক ইয়াসির আরাফাতের অভিমত, ‘আমাদের দল আরব আমিরাতের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত। আমাদের কোচের নির্দেশ ও কৌশল অনুযায়ী মাঠে নিজেদের শতভাগ দিয়ে বাংলাদেশের জন্য ভাল ফল করতে চাই। আমরা যাতে ম্যাচটাতে ভাল করতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় ফুটবল দল নিরাপদেই বিমানযোগে কাতার পৌঁছে সোমবার। বাংলাদেশ দল উঠেছে কাতারের হোটেল ডাবল ট্রি হিলটনে। প্রথমদিন বিকেলেই হোটেলের পাশেই একটি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। বাফুফে জানিয়েছে, খেলোয়াড়রা সবাই সুস্থ ও ইনজুরিমুক্ত আছে। এখন দেখার বিষয় আজকের ম্যাচে বাংলাদেশ কেমন ফল করে।
×