ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালদ্বীপকে আজ হারাতে প্রস্তুত বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ০৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

মালদ্বীপকে আজ হারাতে প্রস্তুত বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচটাই ছিল সবচেয়ে কঠিন, যেন অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় অবিশ্বাস্যভাবে উত্তীর্ণ। সবচেয়ে কঠিন পরীক্ষাটাই যখন উতরানো গেছে তখন পরেরগুলো তো সহজ হবারই কথা। বলা হচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল দলের কথা। ভুটানে চলমান ‘সাফ অনুর্ধ-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে’ আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের যুবারা তাদের দলীয় দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে (থিম্পুর চালিমিথাং স্টেডিয়ামে)। প্রতিপক্ষ মালদ্বীপ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল শক্তিশালী ও আসরের বর্তমান রানার্সআপ ভারতকে অবিশ্বাস্যভাবে ৪-৩ গোলে হারিয়েছিল। এই ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দল প্রথমার্ধেই ০-৩ গোলে পিছিয়ে পড়ে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন নিশ্চিতভাবেই হারতে যাচ্ছে লাল-সবুজ বাহিনী। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিকল্পিত ও আক্রমণাত্মক ফুটবল খেলে একে একে চার-চারটি গোল আদায় করে ম্যাচ জিতে প্রতিপক্ষকে স্রেফ হতভম্ব করে দেয় তারা। বাংলাদেশের ফুটবল ইতিহাসেই এমন অবিস্মরণীয় ও ঐতিহাসিক আর আছে কি না সন্দেহ। তবে ফুটবল হচ্ছে ধারবাহিকতার খেলা। এক ম্যাচে জিতে পরের ম্যাচে হারলে বা পয়েন্ট নষ্ট করলে সুনাম ধরে রাখা যায় না। নষ্ট হয়ে যায় দলীয় ছন্দ। খর্ব হয় শক্তি। হারিয়ে যায় আত্মবিশ্বাস। তাই আগের ম্যাচের কথা ভুলে গিয়ে দলের উচিত নতুনভাবে আবার সবকিছু শুরু করা। সেই সঙ্গে দলীয় মনোভাব বা টিম স্পিরিট বজায় রেখে খেলার চেষ্টা করা। এ লক্ষ্যেই মালদ্বীপ ম্যাচের আগে মঙ্গলবার শেষবারের মতো বাংলাদেশ দল ঘাম ঝরায় অনুশীলনে। ভারতকে হারানোর পর কোন সন্দেহ নেই আজকের ম্যাচে স্পষ্টতই ফেবারিট বাংলাদেশই। তবে এ নিয়ে কিছুটা দ্বিমত পোষণ করে বাংলাদেশ দলের হেড কোচ মাহবুবুর রহমান রক্সি বলেন, ‘আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচে দক্ষিণ এশিয়ার জায়ান্ট ভারতের সঙ্গে দুর্দান্ত শুরুর বিষয়টি নিয়ে আমরা এখন ভাবছি না। সেই সঙ্গে মালদ্বীপকে ছোট করেও দেখছি না। আমরা তাদের ম্যাচ দেখেছি। তারাও নিঃসন্দেহে ভাল দল। এখন আমরা সামনের প্রতিটি ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি। শিরোপা লড়াই করার জন্য আমরা এখন একটা ভাল অবস্থানে আছি। আমাদের এখন মূল লক্ষ্য ট্রফি জয় করা। সামনের তিন ম্যাচের জন্য আমরা তৈরি আছি। আমরা চাই দেশের সবাই আমাদের জন্য দোয়া চান, ঠিক যেমনটা আগেও চেয়েছেন।’ দলীয় অধিনায়ক টুটুল হোসেন বাদশার অভিমত, ‘ভারতের বিপক্ষে প্রথমার্ধে অনেক ভুল করেছি আমরা। আমরা নিজেদের পরবর্তী কোন ম্যাচেই ওই ভুলগুলো আর করতে চাই না। টুর্নামেন্ট নিয়ে বর্তমানে আমরা অনেক আত্মবিশ্বাসী এবং টুর্নামেন্টটা খুব সিরিয়াসলি নিয়েছি। দলের সবাই এখন শুধু একদিকেই মনোনিবেশ করছে আর সেটা হলো বাংলাদেশের জন্য সম্মানজনক এই শিরোপা জয় করা।’ এখন দেখার বিষয় আজ বাংলাদেশ দল মালদ্বীপকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না। বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল দল ॥ ওসাই মং মারমা, আল আমিন, পাপ্পু হোসেন, মনির আলম, বিপলু আহমেদ, মাহমুদুল আলম কিরণ, মাহবুবুর রহমান, আতিকুজ্জামান, টুটুল হোসেন বাদশা, জাফর ইকবাল, রিয়াদুল হাসান, মাহফুজ হাসান প্রিতম, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, জাহিদ হাসান লিংকন, সোহানুর রহমান, রহিম উদ্দিন, স্বাধীন, সৈকত আহমেদ, সাব্বির আহমেদ, সারোয়ার জামান নিপু, ইসা ফয়সাল ও অনীক ঘোষ।
×