ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪০, ২০ সেপ্টেম্বর ২০১৭

টুকরো খবর

দাফনের পর পরিচয় মিলল লাশের স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর উপজেলার বিল থেকে উদ্ধার অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। লাশ উদ্ধারের চার দিন পর মঙ্গলবার সকালে তার মা ফাতেমা মোহনপুর থানায় এসে ব্যবহারকৃত জামা, গেঞ্জি ও স্যান্ডেল দেখে চিনতে পারেন। পরিচয় পেয়েই মা ফাতেমা জ্ঞান হারিয়ে ফেলেন। ওই লাশটি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার নাকইল গ্রামের আবুল কাশেম আলীর ছেলে দুই সন্তানের জনক আবু বাক্কারের। সে বাকশিমইল গ্রামের শাখাওয়াতের মেয়েকে বিয়ে করে সেখানেই ঘরজামাই থাকত। নিহত আবু বাক্কারের বোন জানান, গত বুধবার রাত ১২টার দিকে এক বন্ধুকে নিয়ে নাকইল গ্রামে মায়ের সঙ্গে দেখা করতে যায় সে। প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৯ সেপ্টেম্বর ॥ সোমবার রাতে দুই শিশুর হাতাহাতির ঘটনার জের ধরে সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামে মমিন শেখ নামে এক ব্যক্তির বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। ক্ষতিগ্রস্ত মমিন শেখ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ মির্জাপুর গ্রামে শেখ ও মুন্সিগোষ্ঠীর মধ্যে সামাজিক বিরোধ চলে আসছে। এ বিরোধের একপর্যায়ে সোমবার দুপুরে খেলাধুলা করার সময় মমিন শেখের সাত বছর বয়সী শিশুপুত্রের সঙ্গে একই বয়সী সবেদ মুন্সির পুত্রের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে প্রথমে দুই গোষ্ঠীর নারীদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। রাত ৯টার দিকে প্রতিপক্ষ একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মমিন শেখের বাড়িতে চড়াও হয়। প্রাণ বাঁচাতে মমিন শেখেসহ তার পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। প্রতিপক্ষের ওপর হামলা চালাতে ব্যর্থ হয়ে হামলাকারীরা মোমিন শেখের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। হেরোইনসহ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ সেপ্টেম্বর ॥ শহরের কুখ্যাত হিরোইন ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে লিটন নামে এক যুবককে সোমবার গভীর রাতে রেলস্টেশনসংলগ্ন কাউয়া চত্বর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। লিটন শহরের খানকা শরিফ এলাকার মৃত মফিজুল হকের ছেলে। জানান, দীর্ঘদিন থেকে লিটন শহরের বিভিন্ন জায়গায় হেরোইন বিক্রি করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইনের পুরিয়া জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫ লাখ টাকা। হ্যান্ডকাফসহ আসামি পলাতক নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ সেপ্টেম্বর ॥ মাদকের মামলার আসামি ফরহাদ পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার কড়ইশ গ্রামে এ ঘটনা ঘটে। জনা গেছে, চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন সকালে কড়ইশ গ্রামের মফিজ উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে মাদকের মামলার আসামি তার ছেলে ফরহাদকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অস্ত্রসহ ভারতীয় দম্পতি আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামে সোমবার গভীর রাতে বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে চারটি পিস্তল, আটটি ম্যাগজিন ও ২৭ রাউন্ড গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।আটককৃতরা হলোÑ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার চকমাইলপুর গ্রামের আব্দুল কাদের ও তার স্ত্রী আলিফ নূর। র‌্যাব-৫ মঙ্গলবার জানায়, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামে সোমবার রাত সোয়া ১টার দিকে বিজিবি ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এ সময় ভারতীয় দম্পতি আব্দুল কাদের ও তার স্ত্রী আলিফ নূরকে আটক করা হয়। বিএনপি নেতার রিমান্ড আবেদন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সোমবার রাত ১২টায় শহরের পাহাড়পুর এলাকার এ্যাডভোকেট খতিবুদ্দিন আহমেদের ছেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিকে নাবিল কাউন্টারসংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ২৮ আগস্ট ভোর রাতে শহরের ফুলতলা শ্মশান ঘাটে কালী মূর্তির মাথা কেটে এবং সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর রায়পাড়া কালী মন্দিরে দুর্গা মূর্তিসহ ৫টি মূর্তি ভাংচুর ও ক্ষতিসাধন করে। এ ঘটনায় আগে গ্রেফতারকৃত আসামি বাপ্পি শাহরিয়ার ও সাখাওয়াত হোসেনের সহযোগী হিসেবে কচিকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে কচিকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ ম-লের আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চন্দ্র জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। লাশের পরিচয় মেলেনি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। উদ্ধার করা মরদেহটির পরিচয় মঙ্গলবার পর্যন্ত শনাক্ত করা যায়নি। মঙ্গলবার সিএমপির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গত রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় ভাসমান এ লাশটি। এ ব্যক্তির বয়স আনুমানিক ৫৮ বছর। শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে নেশার টাকার যোগাতে দেড় মাসের শিশুপুত্রকে বিক্রির প্রায় ৫ মাস পর সোমবার রাতে ওই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে তার মাদকাশক্ত বাবা-মা ২৮ হাজার টাকার বিনিময়ে ময়মনসিংহের নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকায় নিঃসন্তান ওই দম্পতিসহ শিশুটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শিশুর বাবা গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজিব মিয়া এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার আমিরুদ্দিনের ছেলে মজিবুর রহমান ও তার স্ত্রী আমেনা খাতুন । সড়ক অবরোধ প্রত্যাহার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকা তিন দিনের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সংগঠনটির সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পার্বত্য জেলা পরিষদের অধীনে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সংগঠনটির ডাকে সোমবার হরতাল পালিত হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গল থেকে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সড়ক অবরোধ হওয়ার কথা ছিল। এদিকে খাগড়াছড়িতে অবরোধ চলাকালীন পিকেটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের লোকজন গাড়িতে করে খাগড়াছড়ি আসার পথে চেঙ্গী স্কোয়ার এলাকায় অবরোধ আহ্বানকারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ ধাওয়া পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। অপরদিকে একই সময় স্থানীয় জনপ্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও হরতাল-অবরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি উপজেলা পরিষদ, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে শহরের কুঠিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে শহরের সাজঘরের দোতলার ছাদে পানি নিষ্কাশনের সময় ৩৩০০ কেভির মেইন লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। শহরের সাজঘর কসমেটিক্সের মালিক আবুল কাশেম জানান, তার দোকানের কর্মচারী তাইজুল ইসলাম ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি ছাতা নিয়ে ছাদে ওঠে। এ সময় ছাদের পাশ দিয়ে যাওয়া চৌগাছা পল্লী বিদ্যুতের ৩৩০০ কেভির তারে জড়িয়ে সে ছাদে ঝুলেছিল। নিয়োগ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ১৩তম বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেনÑ ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস চাকরিপ্রার্থী যশোর জেলা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক উদয় মল্লিক, সুলতানা সাথী, সদস্য সচিব আল আমিন প্রমুখ। বক্তারা বলেন, পরিপত্র ও গেজেট বাস্তবায়নে ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত এককভাবে নিয়োগ দিতে হবে। শিক্ষক নিয়োগে প্রতিষ্ঠানের সভাপতি কিংবা প্রধানের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আদলে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পাস করেছেন। এজন্য ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ দেয়া উচিত। শূন্যপদের বিপরীতে ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে পরিপত্র ও গেজেট বাস্তবায়নে আমরা দাবিদার। নির্যাতন মামলায় আটক ২৪ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলায় খালিশা চাঁপানী ইউনিয়নের বাইশপুকুর কোলনঝাড় গ্রামে গরু চুরির মিথ্যা অভিযোগে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শেফালী বেগমকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলার আসামিদের মধ্যে পলাতক ২৪ জন আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শিমুল ইসলামসহ ২৪ জন পলাতক আসামি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত ৩-এ আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করে। আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামি পক্ষ্যের আইনজীবী মনির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ জনকে পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে। আসামিদের মধ্যে ৯ নারী ও ১৫ জন পুরুষ রয়েছে। লটারিতে ঠিকাদার নির্বাচন দাবি নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৯ সেপ্টেম্বর ॥ উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ১০% নিম্নদর ও ১০% উর্ধদর এবং টার্ন ওভার পদ্ধতি বাতিলকরণসহ ৫% নিম্নদর ও উর্ধদরে দরপত্র দাখিলের মাধ্যমে প্রকাশ্য লটারিতে ঠিকাদার নির্বাচন পদ্ধতি চালু করার দাবি আদায়ের লক্ষ্যে শরীয়তপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলার সকল ঠিকাদার ব্যবসায়ী। জেলা ঠিকাদার সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তব্য রাখেন শাহাদাত হোসেন পাহাড়, এনামুল হক বেপারী, নুহুন মাদরব, জাফর খান কালাম, মজিবর মোল্যা, সিদ্দিকুর রহমান পাহাড়, শাখাওয়াত হাওলাদার, জসিম মাদবর প্রমুখ। দুই কিশোরীর সন্ধান মিলেছে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবায় অবস্থিত সেইফ হোম (মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন) থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীর সন্ধান মিলেছে। এদের মধ্যে সুমি আক্তার (১৭) নামের একজনকে সৈয়দপুর থানা হেফাজতে নেয়া হয়েছে। অন্যজন রংপুরের তারাগঞ্জের তানজিলা খাতুন নিজ বাড়িতে রয়েছে বলে জানা গেছে। সেইফ হোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক জানান, সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে সুমি আক্তারের নিজ বাড়ি ঢেলাপী উত্তর আবাসন থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে রাজশাহীর বায়া সেইফ হোম থেকে তানজিলা ও সুমি নিখোঁজ হয়।এদিকে ওই আদালতের জিআরও অনিল কুমার রায় জানান, উক্ত মামলায় মোট ৩১ জন আসামি রয়েছে। এর মধ্যে এই ২৪ জনসহ ২৮ জন আসামি জেলহাজতে ও একজন আসামি জামিনে ও দুইজন আসামি পলাতক রয়েছে। সাতক্ষীরায় কনফারেন্স স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ‘লীড ব্যাংক’ পদ্ধতির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং খাতকে ত্বরান্বিত করার জন্য এক কনফারেন্স সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার সকল তফসিলী ব্যাংকের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যালি ও ফেস্টুন উড়িয়ে এই কনফারেন্সের উদ্বোধন করা হয়। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার, জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান, এসবিএসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু বায়জিত শেখ প্রমুখ।
×