ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ

প্রকাশিত: ০৪:৩৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ সেপ্টেম্বর ॥ গঙ্গাচড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ২০১৬-১৭ অর্থবছরের আওতায় বিদ্যালয়ের ৭৫০ ছাত্রছাত্রীদের টিফিন বক্স ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০০ ছাত্রছাত্রী ও হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০ ছাত্রীর মাঝে টিফিন বক্স ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমীন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী আহসান উল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া, রফিকুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। প্রেমিকের বাড়িতে অবস্থান সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কেন্দুডোবরা গ্রামে প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিয়ের দাবিতে গত এক সপ্তাহ ধরে অবস্থান করছে বলে জানা গেছে। প্রেমিকা রুমা আকতার দাদপুরের রাঙ্গামুলাকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি শিবানন্দপুর গ্রামে। প্রেমিক ইয়াছিন মিনা (২৫) মৃত সিরাজ মিনার ছেলে। সে ডোবরা পারটেক্স জুট মিলে চাকরি করে। ঘটনার এক সপ্তাহ ধরে সে পলাতক রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার রুমার মা সবুরজান জানায়, তার মেয়ের সঙ্গে ইয়াছিনের দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে অন্তরঙ্গভাবে মেলামেশা করেছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে। বর্তমানে তার মেয়ে ওই বাড়িতে আছে।
×