ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজনৈতিকভাবেই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৪:৩৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

রাজনৈতিকভাবেই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে ॥ এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোহিঙ্গাদের দুঃখ কষ্ট তুলে ধরে বলেছেন, রোহিঙ্গা সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে এবং রাজনৈতিকভাবেই এর সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে রোহিঙ্গাদের এই বিপদের দিনে আমরা খাবার ভাগাভাগি করে খাব। এই বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, বিনা বাধায় রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে, এটি বিরল ঘটনা। তিনি রোহিঙ্গাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা মান্দ্রা গ্রামে মঙ্গলবার বিকেলে তার নিজ বাড়ি থেকে দুর্গাপূজা উপলক্ষে ১১০ নারীকে নতুন কাপড় বিতরণ কালে এই কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনালের বিশ্বজিৎ দেবনাথ, সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ মাসুদ মিয়া, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও হলদিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মাহমুদুল হাসান সুজন প্রমুখ।
×