ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস

‘টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অধিক’

প্রকাশিত: ০৪:৩৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

‘টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অধিক’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস’। বিশেষ এ দিনটিতে চুয়েটে ছিল উৎসবের আমেজ। ১৫তম বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সবচেয়ে বেশি প্রয়োজন প্রকৌশলীদের। দেশ ও সমাজ প্রকৌশলীদের দিকে তাকিয়ে আছে। প্রধান অতিথির বক্তব্যে সম্পদ বড়ুয়া বলেন, দেশে প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে চুয়েট গৌরবময় অবদান রেখে চলেছে। আমাদের দেশে হাজারো সমস্যা। দেশপ্রেম নিয়ে সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চুয়েট পুরকৌশল অনুষদের প্রধান ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক উজ জামান চৌধুরী। বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইঞ্জিনিয়ার্স ফর ম্যানকাইন্ড’। এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আশুতোষ সাহা, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কৌশিক দে এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মশিউল হক।
×