ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজের বিয়ে বন্ধ করল নবম শ্রেণীর ছাত্রী

প্রকাশিত: ০৪:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

নিজের বিয়ে বন্ধ করল নবম শ্রেণীর ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৯ সেপ্টেম্বর ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী তসলিমা (১৪) নিজেই তার বাল্যবিয়ে রুখে দিয়েছে। এলাকাবাসী জানায়, বাবা-মা তসলিমার বিয়ে দেয়ার চেষ্টা করেন। এ অবস্থায় সে মঙ্গলবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষক আবদুর রশিদকে বিষয়টি জানায়। পরে প্রধান শিক্ষক আবদুর রশিদ উপজেলা নির্বাহী অফিসার আবদুল মান্নানকে মুঠোফোনে এ বিষয়ে অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার নিজেই ওই স্কুলে গিয়ে তসলিমার কথা শোনেন। সে নির্বাহী অফিসারকে বলে, আমাকে না জানিয়ে আমার বাবা-মা বিয়ে ঠিক করেছে। বৃহস্পতিবার বিয়ের দিন ঠিক করা হয়েছে। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না আমি পড়াশুনা করে জজ হতে চাই তারপরেও আমাকে না জানিয়ে বিয়ের বন্দোবস্ত করেছেন। পরে নির্বাহী অফিসার কিশোরী তসলিমার বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। এ দিকে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা কাশেম অঙ্গীকারনামা দিয়ে মুচলেকা দেন।
×