ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে কার-বাস সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৪:৩১, ২০ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীতে কার-বাস সংঘর্ষে নিহত দুই

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ২ জন নিহত ও একই পরিবারের অপর ৩ জন গুরুতর আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাসাইলস্থ পাসপোর্ট অফিসের সামনে মঙ্গলবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভৈরব থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ওই স্থানে পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রিপন মিয়া (৩০), যাত্রী আমেনা বেগম (৫০) নিহত ও একই পরিবারের সোহেল, তার স্ত্রী আকলিমা ও তাদের শিশুকন্যা ইভা গুরুতর আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জে শিশুসহ দুই নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে ও আহত হয়েছে কমপক্ষে ৩০ যাত্রী। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত ও অপর ৩০ জন আহত হয়। অপরদিকে বিকেলে সদর উপজেলার সিঙ্গাইর-হরিরামপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হরিরামপুরগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়। আহতদের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রাকিবকে (২০) মানিকগঞ্জ জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলোÑ চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা আম্বিয়া খাতুন (৪০) ও মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের আলতাব হোসেন নামের এক ফেরিওয়ালার মেয়ে আলেয়া আক্তার (৫)। বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী মুন্নু এ্যাটোয়ারের সামনে মাগুরাগামী রয়েল পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী এইচআর পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। আহতদের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আম্বিয়া খাতুন চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে মারা যান। এদিকে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হরিরামপুরগামী সুখতারা পরিবহনের নিচে চাপা পড়ে আলেয়া নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। মাধবপুরে নারী সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বেজুড়া এলাকায় সুচিত্রা দাস (৪৫) নামে পথচারী এক নারী বাসচাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার সুলতানপুর গ্রামের প্রমোদ দাসের স্ত্রী। সোমবার রাত ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে পথচারী নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীলফামারীতে ভিক্ষুক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সড়ক দুর্ঘটনায় মজিবুর রহমান (৬৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি। নিহত মজিবুর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি ডাঙ্গাপাড়ার মৃত আইন উদ্দিনের ছেলে। টুপামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রশিদুল ইসলাম জানান, ঘটনার দিন সোমবার দুপুরে নটখানা নামক স্থানে রাস্তা অতিক্রম করার সময় এক মোটরসাইকেল আরোহী ধাক্কা দিলে গুরুত্বর আহত হন ওই ভিক্ষুক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। ভালুকায় হেলপার নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঠালীর রাসেল স্পিনিং মিলসের সামনে ও হাজীর বাজারে মঙ্গলবার বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কাঠালীর রাসেল স্পিনিং মিলসের সামনে যাত্রীবাহী একটি লেগুনা যাত্রী নামানোর সময় ময়মনসিংহগামী একটি ট্রাক ওই লেগুনার পেছনে ধাক্কা দিলে লেগুনার হেলপার উপজেলার লবণকোঠা গ্রামের জামালউদ্দিনের ছেলে সাইদুল (৩৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময়ে ওই সড়কের হাজীর বাজারে একটি পিকআপকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঢাকার মিরপুরের নুরে আলম, সবুজ, পাবনার রানা, ভালুকার মুঞ্জু, একিন আলী ও রাশেদ আহত হয়। আহতদের ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×