ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষা

যশোর বোর্ডে ১২ কেন্দ্র বাতিল

প্রকাশিত: ০৪:২৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

যশোর বোর্ডে ১২ কেন্দ্র বাতিল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেএসসি পরীক্ষায় স্বচ্ছতা আনতে ১২ কেন্দ্র বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড। একই সঙ্গে আরও ৩১ স্কুল ওলট-পালট করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। গত ১০ বছরের মধ্যে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম। পাবলিক পরীক্ষাগুলোতে স্বচ্ছতা আনতে যশোর শিক্ষা বোর্ড বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারপরও কোথাও কোথাও অস্বচ্ছ কর্মকান্ডের অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে। এসব অভিযোগ বিভিন্ন মাধ্যমে যাচাই করে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার ১২ কেন্দ্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে আরও ৩১টি স্কুল ওলটপালট করেছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। যে ১২ কেন্দ্র বাতিল করা হয়েছে তা হচ্ছে ভিকেএসএ গিলাবাড়ী পাঞ্জুগাজী মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা, আমাদী জায়গীর মহল মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা, মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, আশাশুনি, সাতক্ষীরা, ভিসিডি মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া, সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা, কালীগঞ্জ সলিমুন্নেছা গার্লস হাইস্কুল, ঝিনাইদহ, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, যশোর, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, যশোর, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা ও বামুন্দি হাইস্কুল, গাংনী, মেহেরপুর।
×