ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকায় বৃহস্পতিবার শুরু ‘শোকেস মালয়েশিয়া’

প্রকাশিত: ০৪:২১, ২০ সেপ্টেম্বর ২০১৭

ঢাকায় বৃহস্পতিবার শুরু ‘শোকেস মালয়েশিয়া’

মালয়েশিয়ার পণ্য ও সেবাকে তুলে ধরতে বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী প্রদর্শনী ‘শোকেস মালয়েশিয়া ২০১৭’। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)। এবারের প্রদর্শনীতে শিক্ষা প্রতিষ্ঠান, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, ব্যাংকিং, বীমা, তথ্য প্রযুক্তি, ট্যুরিজম, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সংশ্লিষ্ট মালয়েশিয়ান প্রতিষ্ঠান, পণ্য রফতানি ও প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানির মোট ৬০টি স্টল থাকবে। বিএমসিসিআইয়ের উদ্যোগে মালয়েশিয়ান পণ্য ও সেবা প্রদর্শনীর এটি পঞ্চম আসর, যা চলবে শনিবার পর্যন্ত। -অর্থনৈতিক রিপোর্টার কিউএলইডি টিভি এনেছে স্যামসাং দেশের বাজারে কিউএলইডি টিভি এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির ২০১৭ সালের টিভি লাইন আপের ফ্লাগশিপ প্রিমিয়াম টিভি হিসেবে এটি উন্মুক্ত করা হয়েছে। এই লাইন আপে আরও আছে ইউএইচডি টিভি, স্মার্ট টিভি এবং জয় কানেক্ট টিভি। মঙ্গলবারের রাজধানীর একটি হোটেলে স্যামসাং ২০১৭ সালের টিভি লাইন আপ ঘোষণা করে। এরই অংশ হিসেবে সর্বাধুনিক প্রযুক্তির কিউএলইডি টিভি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংগুয়ান ইউন, হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ, ডিজিটাল এ্যাপ্লায়েন্স প্রোডাক্ট ম্যানেজার সালমান আব্বাস খান, স্যামসাংয়ের টিভি, এভি প্র্রোডাক্ট ম্যানেজার রাশেদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা। -অর্থনৈতিক রিপোর্টার
×