ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বর্ণের দাম ১১৬৬ টাকা কমল

প্রকাশিত: ০৪:২০, ২০ সেপ্টেম্বর ২০১৭

স্বর্ণের দাম ১১৬৬ টাকা কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে দর কিছুটা কমায় দেশে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমল। নতুন দর বুধবার থেকে কার্যকর হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণ বিক্রি হয় ৫০ হাজার ১৫৫ টাকায়। ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৯ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে ১০৫০ টাকা কমেছে আর ১৮ ক্যারেটের স্বর্ণ ৮৭৫ টাকা কমে ভরিপ্রতি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ১১৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৮৩ টাকা কমে বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলঙ্কার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।
×