ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিওতে জমা এসইএমএলের দুই ফান্ডের লভ্যাংশ

প্রকাশিত: ০৪:১৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

বিওতে জমা এসইএমএলের দুই ফান্ডের লভ্যাংশ

সম্পদ ব্যবস্থাপক স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দুটি ফান্ডের লভ্যাংশ পাঠানো হয়েছে ইউনিটহোল্ডারদের বিও হিসেবে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী তারা এই লভ্যাংশ পাঠিয়েছে। ফান্ড দুটি হলো এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। ৩০ জুন, ২০১৭ শেষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এদিকে একই সময়ের জন্য এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটধারীদের জন্য আড়াই শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে শাহজালাল ইসলামী ব্যাংকের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ১৭ সেপ্টেম্বর, রবিবার ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২০ আগস্ট থেকে ব্যাংকটির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ১৮ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার
×