ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে এক্সিম ব্যাংকের ১ কোটি শেয়ার লেনদেন

প্রকাশিত: ০৪:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৭

ব্লক মার্কেটে এক্সিম ব্যাংকের ১ কোটি শেয়ার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এক্সিম ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ১ কোটি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে মঙ্গলবার মোট ১৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৬১ লাখ টাকা। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১০ লাখ ৯২ হাজার ৭৩৭ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক ১০ লাখ ৮৭ হাজার ৫০০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ২৪ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণফোন, আইডিএলসি ফিন্যান্স, আইপিডিসি, ম্যারিকো, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
×