ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ ৯ দেশ নিয়ে গঠিত হলো ‘হেলথ নেটওয়ার্ক’

প্রকাশিত: ০৪:১১, ২০ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশসহ ৯ দেশ নিয়ে গঠিত হলো ‘হেলথ নেটওয়ার্ক’

স্টাফ রিপোর্টার ॥ প্রসূতি ও শিশু চিকিৎসার উন্নয়নে ঐকবদ্ধ হয়েছে ৯টি দেশ। গঠন করা হয়েছে ‘হেলথ নেটওয়ার্ক’। ২০২২ সালের মধ্যে বর্তমানের অর্ধেকে নামিয়ে আনতে এই নেটওয়ার্কে যুক্ত হয়েছে বাংলাদেশসহ ৯টি দেশ। অন্য ৮টি দেশ হলো আইভরি কোস্ট, ইথিওপিয়া, ঘানা, ভারত, মালাউয়ি, নাইজেরিয়া, তাঞ্জানিয়া ও উগান্ডা। জাতিসংঘের বিভিন্ন সংস্থার উদ্যোগে নতুন এ নেটওয়ার্কে যুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নেটওয়ার্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও অন্যান্য অংশীদার সংস্থার সঙ্গে মিলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি ওয়েবভিত্তিক কমিউনিটি তৈরি করবে, যেখানে স্বাস্থ্য সেবার উন্নয়নে বিভিন্ন কৌশল, সৃজনশীল ধারণা, তথ্য ও অভিজ্ঞতার সন্নিবেশ থাকবে। নেটওয়ার্ক স্বাস্থ্যসেবার উন্নয়ন বিষয়ে জাতিসংঘের নতুন ৮টি মানদন্ড- নিয়েও কাজ করবে; যেগুলোর মধ্যে আছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া, বিশুদ্ধ পানি ও ভাল চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা, রোগীর ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা। নতুন এ নেটওয়ার্ক ২০৩০ সালের মধ্যে প্রসূতি, নবজাতক ও শিশু মৃত্যুর হার শূন্যে নামিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখনও প্রতি বছর গর্ভধারণ ও সন্তান জন্মদানের সময় বিশ্বজুড়ে অন্তত ৩ লাখ ৩ হাজার মায়ের মৃত্যু হচ্ছে। জন্মের প্রথম মাসেই মারা যাচ্ছে অন্তত ২৭ লাখ শিশু।
×