ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুসা বিন শমসেরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ

প্রকাশিত: ০৪:১০, ২০ সেপ্টেম্বর ২০১৭

মুসা বিন শমসেরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ

স্টাফ রিপোর্টার ॥ বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপির কাছে এ সংক্রান্ত একটি আবেদনপত্র পাঠিয়েছে শুল্ক বিভাগ। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই চিঠির পর বিশেষ নোটিস পাঠানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য বন্দরগুলোতে। জানতে চাইলে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জনকণ্ঠকে বলেন, মূলত মুসা বিন শমসেরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি সংগ্রহের জন্যই এমন সিদ্বান্ত নেয়া হয়েছে। কারণ তিনি নিজেই স্বীকার করেছেন সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা জমা রয়েছে। এ টাকার উৎস কি তা বার বার জানতে চাইলেও তিনি এড়িয়ে চলেছেন ।
×