ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইলসে গবর্নিং বডির নির্বাচনে নাম অন্তর্ভুক্তি চেয়ে রিট

প্রকাশিত: ০৪:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

উইলসে গবর্নিং বডির নির্বাচনে নাম অন্তর্ভুক্তি চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের (ম্যানিজিং কমিটি) গবর্নিং বডির নির্বাচনের ভোটার তালিকায় ইংরেজী মাধ্যম শিক্ষার্থীদের অভিভাবকদের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেনের পক্ষে সুপ্রীমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের পরিদর্শক, ঢাকা জেলার প্রশাসক ও জেলার (এডিসি) অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) রিটের বিবাদী করা হয়েছে। এই রিট আবেদনের ওপর বুধবার হাইকোর্টের বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী। তিনি আরও জানান, এর আগে গত ২৪ আগস্ট ইংরেজ মাধ্যমের অভিভাবকদের গবর্নিং বডিতে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ওই চিঠিতে বেসরকারী বিদ্যালয় বিধিমালা ২০১৭ এর ৭ ধারা অনুসারে এই নাম অন্তর্ভুক্ত না করার নির্দেশনা তুলে ধরা হয়।
×