ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিটিসিএল প্রকল্পের কাজ শেষ করতে পারেনি

২৯০ উপজেলায় চালু হয়নি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

প্রকাশিত: ০৪:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৭

২৯০ উপজেলায় চালু হয়নি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

ফিরোজ মান্না ॥ এখনও পুরোপুরি চালু হয়নি ২৯০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ৪৯৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে বিটিসিএল প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল গত বছরের জুনে। এখন পর্যন্ত প্রকল্পের পুরো কাজ শেষ করতে পারেনি বিটিসিএল। টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নেটওয়ার্ক আধুনিকায়ন ও ইন্টারনেট সুবিধা বাড়ানোর জন্য অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কাজ শেষ হলেও অনেক উপজেলায় ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন হয়নি। বিটিসিএল বলছে, ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। বেসরকারউ মোবাইল অপারেটররা সারা দেশে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিলেও তা সাধারণ মানুষের কাছে অনেক ব্যয়বহুল। ওয়্যারলেস সেবা সাধারণ মানুষের পক্ষে নেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা দেয়ার জন্য এনএসএনভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপনের জন্য চীন প্রকল্পে সহযোগিতা দিয়েছে। তবে প্রকল্পটি সরকারী অর্থায়নে বাস্তবায়ন করা হবে। অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপিত হলে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা পাবেন। তখন শহর ও গ্রামের বৈষম্য অনেকাংশে দূর হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের ৯৯ শতাংশ এলাকা ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। এখন চলছে বিটিসিএলের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ। এ জন্য ১৪টির বেশি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কয়েকটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাকি প্রকল্পগুলো চলমান। দেশের ইউনিয়ন পর্যায়ে বিটিসিএল নেটওয়ার্ক শতভাগ বিস্তার করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশের সরকারের অর্থায়নে এক হাজারটি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার উন্নয়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৭১৮ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৬৪টি জেলার ৯৮টি উপজেলার ১ হাজার ৬টি ইউনিয়নে প্রায় ১১ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল ও ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এই প্রকল্পটি গত বছরের জুনে চালু করা হয়েছে। বাংলাদেশের সরকারের অর্থায়নে চর, নদীনালাবেষ্টিত, বিদ্যুতবিহীন, দুর্গম এলাকার ১ হাজার ৫টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের জন্য ‘দুর্গম এলাকার ১ হাজারটি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। যার মাধ্যমে ১০ হাজার ৫শ’ কিলোমিটার অপটিপক্যাল ফাইবার কেবল ও ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক বিস্তৃত করা হবে। বিটিসিএল জানিয়েছে, ঢাকা শহরের পুরাতন ডিজিটাল টেলিফোন সিস্টেম প্রতিস্থাপন প্রকল্পের (১৭১ কে এল প্রকল্প) আওতায় ঢাকা শহরের ১ লাখ পুরাতন ডিজিটাল সিস্টেম প্রতিস্থাপনসহ ১ লাখ ৩৯ হাজার নতুন টেলিফোন সংযোগ দেয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। ঢাকা শহরের টেলিফোন গ্রাহকরা টেলিফোনের মাধ্যমে ভয়েসের পাশাপাশি আধুনিক ডাটা সার্ভিস সুবিধা ভোগ করতে পারবেন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়ন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আসবে। প্রকল্পসমূহ বাস্তবায়ন শেষে সারাদেশের ইউনিয়ন পর্যন্ত সুবিন্যস্ত একটি অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক অবকাঠামো গড়ে উঠবে যার মাধ্যমে সরকারী-বেসরকারী সব অপারেটর সারাদেশে গ্রাম পর্যায় পর্যন্ত ইন্টারনেটসহ নানাবিধ আধুনিক ও যুগোপযোগী টেলিযোগাযোগ ও আইসিটি সেবা প্রদান করতে সক্ষম হবে।
×