ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্বালানিশূন্য শহর

প্রকাশিত: ০৩:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

জ্বালানিশূন্য শহর

নিউজিল্যান্ডের অকল্যান্ডে অন্তত ১৩টি পেট্রোল পাম্পের ৯৫ শতাংশ অকটেন-পেট্রোল মঙ্গলবারই ফুরিয়ে গেছে। দেশটির সবচেয়ে বড় পাইপলাইন ছিদ্র হওয়ার ঘটনায় জ্বালানি তেলের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের জ্বালানি তেল ট্রাকে করে শহরটিতে নেয়া হচ্ছে এবং এ নিয়ে এখন আর উদ্বেগের কোন কারণ নেই। বিবিসি অভূতপূর্ব লড়াই কানাডার নর্দার্ন আলবার্টা শহরে ভ্রমণের সময় ৩৯ বছর বয়সী ডেভিড স্মিথের চোখে পড়ে এক অভূতপূর্ব দৃশ্য। একটি হরিণকে নখ দিয়ে ধরে আছে একটি নেকড়ে। কিছুতেই তার কাছ থেকে ছুটতে পারছিল না সে। তখন কাছের লেকের পানিতে সাঁতার কাটতে শুরু করে হরিণটি। এরপর নিজের শিকারিকে ছেড়ে দিতে বাধ্য হয় নেকড়েটি। ডেইলি মেইল
×