ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল মুম্বাইয়ে গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৭

দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল মুম্বাইয়ে গ্রেফতার

চাঁদার দাবি এবং দাবি না মানলে খুনের হুমকি দেয়ায় গ্রেফতার হয়েছেন আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকার। সোমবার তাকে তার মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করে থানে পুলিশের এ্যান্টি এক্সটর্শন সেল এইসি। টাইমস অব ইন্ডিয়া। পুলিশের দাবি দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরেই মুম্বাইয়ের থানে, উল্লাস নগর ও ডম্বিভলি এলাকায় বেশ কয়েকটি ডেভেলপার কোম্পানির কাছ থেকে চাঁদা চেয়ে বার বার ফোনে হুমকি দিচ্ছিলেন ইকবাল। দাউদ ইব্রাহিমের জন্য তাদের কাছে ইকবাল টাকা চাচ্ছে বলে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেন ডেভেলপাররা। অভিযোগ পাওয়ার পর থেকেই ইকবালের সকল কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার তাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশের এ্যান্টি এক্সটর্শন সেলের একটি বিশেষ দল। খুন ও বেআইনী নির্মাণে জড়িত থাকার অভিযোগে ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে ইকবালকে ধরে ভারত নিয়ে আসে পুলিশ। ২০০৭ সালে ওই অভিযোগ থেকে রেহাই পান ইকবাল কাসকার। ২০১৫ সালে চাঁদাবাজির অভিযোগে ফের ধরা পড়ে ইকবাল, এবারও তিনি জামিনে মুক্তি পায়। মুম্বাই হামলায় অভিযুক্ত দাউদ ও তার পরিবারের অনেকে ফেরার হলেও ইব্রাহিম মুম্বাইয়েই থাকতেন।
×