ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ০৭:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ১৪.৭৫ শতাংশ। এছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফল (সাধারণ জ্ঞান) প্রকাশিত হয়েছে, যাতে উত্তীর্ণ হয়েছে এক হাজার ৫৫২ জন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ‘গ’ ইউনিটে এবার মোট ২৮ হাজার ২৪৮ জন ভর্তিচ্ছু অংশ নেয়। এর মধ্যে চার হাজার ১৬৮ জন ভর্তির যোগ্য বলে বিবেচিত হয় আর ২৪ হাজার ৮০ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়। তবে ভর্তির যোগ্য শিক্ষার্থীদের মধ্য থেকে এক হাজার ২৫০ জন শেষ পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তির সুযোগ পাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট পরীক্ষার ফল জানতে পারবে। এছাড়া যে কোন মোবাইল ফোন থেকে উট এঅ< জড়ষষ হড় টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। পাসকৃত (মেধাক্রম ১ থেকে ১২৫০) ছাত্রছাত্রীরা আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ গিয়ে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৯ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদানসাপেক্ষে ১৯ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ‘চ’ ইউনিটে ভর্তিচ্ছু মোট ১৩ হাজার ৪৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ১১ হাজার ৭৪ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে যুগ্ম অবস্থান থাকায় মোট এক হাজার ৫৫২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করবে। ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ^বিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
×