ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আটক ছাত্রলীগ নেতা

রূপগঞ্জে মেয়রের মেয়েকে অপহরণ, পরে উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭

রূপগঞ্জে মেয়রের মেয়েকে অপহরণ, পরে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার থেকে রূপগঞ্জ-মুড়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে বরিশাল মহানগড় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান (৩০) কে গুলিভর্তি একটি বিদেশী রিভলবারসহ আটক করেছে পুলিশ। এ সময় বরিশাল পৌর প্যানেল মেয়রের অপহৃত মেয়েকেও উদ্ধার করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলিভর্তি বিদেশী রিভলবারসহ ছাত্রলীগ নেতাকে আটক ও বরিশাল পৌর সভার প্যানেল মেয়রের মেয়েকে উদ্ধার করা হয়। আটক অসীম দেওয়ান বরিশাল জেলার সদর উপজেলার দাড়িয়াল এলাকার কামরুল দেওয়ানের ছেলে। এছাড়া উদ্ধার হওয়া কামিজ ফাতেমা শামন্ত বরিশাল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর শহিদুল্লাহর মেয়ে। কামিজ ফাতেমা শামন্ত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করে আসছেন। তিনি আই ইউ বি বিশ^বিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সোমবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার মেহেদী মার্ট মার্কেটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারযোগে ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানসহ কয়েকজন অপহরণকারী কামিজ ফাতেমা শামন্তকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণের বিষয়টি র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরে মেসেজ দেয়া হয়। রাত সাড়ে ১০টা দিকে রূপগঞ্জ-মুড়াপাড়া ফেরিঘাট এলাকায় পুলিশ সন্দেহজনকভাবে প্রাইভেটকারটিকে লক্ষ্য করে এগুতে থাকে। এক পর্যায়ে বরিশাল মহানগড় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান (৩০) কে পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশী রিভলবারসহ আটক করা হয় এবং অপহৃত কামিজ ফাতেমা শামন্তকে উদ্ধার করে। এসময় অপহৃত আরও দুজন পালিয়ে যায়। এছাড়া অপহরণকারীদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দসহ চালক লিটনকে আটক করা হয়।
×