ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি’

প্রকাশিত: ০৭:৪২, ১৯ সেপ্টেম্বর ২০১৭

‘রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি’

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত সরকার দেশটিতে বসবাসকারী ৪০ হাজারের মতো রোহিঙ্গা শরণার্থীকে সেখানকার নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে দেখছে। দেশটির সুপ্রীমকোর্টে সোমবার একটি হলফনামা পেশ করা হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কিংবা জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গেও এই রোহিঙ্গাদের অনেকের যোগসাজশ গড়ে উঠেছে বলে হলফনামায় দাবি করা হয়েছে। বিবিসি জানায়, এই রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আদালতই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কিন্তু রোহিঙ্গাদের হয়ে যারা সুপ্রীমকোর্টে মামলা লড়ছেন সেই এ্যাক্টিভিস্টরা বলেছেন, ভারতে আসা শরণার্থীদের সরকার আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাইছে, আর সে কারণেই রোহিঙ্গাদের সন্দেহভাজন জঙ্গী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সুপ্রীমকোর্টে এদিন দাখিল করা ১৬ পাতার হলফনামায় ভারতের কেন্দ্রীয় সরকার রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর। বলা হয়েছে জম্মু, দিল্লী, হায়দরাবাদ বা মেওয়াটের মতো এলাকায় বহু রোহিঙ্গা ভারত-বিরোধী জঙ্গী কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। তা ছাড়াও, আইএসের মতো বিভিন্ন সংস্থা তাদের ভারতে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর কাজে লাগাতে চাইছে এবং রোহিঙ্গারা অনেকেই ভারতীয় জাল পাসপোর্ট ও পরিচয়পত্রও যোগাড় করে ফেলেছে। এমনকি, উগ্রপন্থী রোহিঙ্গারা ভারতে বৌদ্ধদের ওপর হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই হলফনামায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, এখন কোর্টকেই বিষয়টির ফয়সালা করতে হবে, আর আমাদের আদালতের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা উচিত। হলফনামায় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হলেও তার বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে সরকার বলেছে, আদালত চাইলে তারা বন্ধ খামে করে রোহিঙ্গাদের বিরুদ্ধে যাবতীয় গোয়েন্দা তথ্যও পেশ করতে প্রস্তুত।
×